• হারের হতাশায় গালিগালাজ এবার কিউই তারকাকে! ভারতীয় সমর্থকদের অসভ্যতা সীমা ছাড়াল ফাইনালে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ নভেম্বর ২০২৩
  • ভারতকে জাতীয় শোকের সাগরে ভাসিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। ষষ্ঠ বারের মত। হৃদয় ভেঙে গিয়েছে ভারতের। বুক নেংড়ানো হার মন খারাপ করে দিয়েছে গোটা দেশের। ভারতের হার যেন হঠাৎ করেই শোকের দাবানল জ্বালিয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে। রবিবার ফাইনালে খেলতে নেমেছিল ভারত ফেভারিট তকমা লাগিয়ে। তবে দিনের শেষে সেই হতাশাই সঙ্গী টিম ইন্ডিয়ার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)