উত্তরকাশীর টানেলে আটকে বাংলার শ্রমিক, নাওয়া-খাওয়া ভুলেছে উদ্বিগ্ন পুরশুড়ার পরিবারগুলো
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ নভেম্বর ২০২৩
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার জেরে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেলের ভিতরে আটকে পড়েছেন হুগলির আরামবাগের পুরশুড়ার দুই যুবক। তাঁরা হলেন সৌভিক পাখিরা ও জয়দেব পরামানিক। সৌভিকের বাড়ি পুরশুড়া থানার হরিণাখালি গ্রামে। আর জয়দেব নিমডাঙির বাসিন্দা। নয় দিন ধরে তাঁরা আটকে থাকায় পরিবারের লোকজন উদ্বিগ্ন।