বিরাট আয়োজন! মঙ্গল থেকেই রাজ্যে বাণিজ্য সম্মেলন, আসছেন কারা?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ নভেম্বর ২০২৩
‘বেঙ্গল ফর বিজনেস’- এই আপ্তবাক্যকে মাথায় রেখে মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে দুই দিনের সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি আলিপুরের ধনধান্য স্টেডিয়ামেও সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে থাকার কথা বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর প্রতিনিধিদের। পাশাপাশি, এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেন দেশ-বিদেশের ৩০-৪০ জন শিল্পপতিও। সম্প্রতি দুবাই থেকে স্পেন, একাধিক দেশ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল দুবাইয়ের লুলু গ্রুপ। সেই লুলু গ্রুপ মুখ্যমন্ত্রীর সফরের সময়ই বাংলায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। বিশ্ববঙ্গ সম্মেলনে ওই বিজনেস গ্রুপ বাংলায় বিনিয়োগের ঘোষণা করতে পারে।