বদলার সাত, দেড় বছরে বঙ্গে সেয়ানে সেয়ানে বিজেপি-তৃণমূল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ নভেম্বর ২০২৩
২০২১ বিধানসভা নির্বাচনের পর ক্রমাগত কমেছে বিজেপি বিধায়কের সংখ্যা। প্রথম পর্যায়ে দুই সাংসদের বিধায়ক নির্বাচিত হয়ে পদত্যাগ করা। দিনহাটায় নিশীথ প্রামানিক ও শান্তিপুরে জগন্নাথ সরকার পদত্যাগ করায় উপনির্বাচন হয়। জয় পায় তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ধূপগুড়ির উপনির্বাচনে জয় পায় তৃণমূল কংগ্রেস। এর মধ্যবরতী সময়ে সাত-সাতজন বিজেপি বিধাযক তৃণমূলে যোগ দেয়। এই সময়কালেই ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় মমতা মন্ত্রিসভার দুই প্রবীণ সদস্যসহ আরও দুই তৃণমূল বিধায়ক। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও তিন তৃণমূল নেতা জেলবন্দি রয়েছে।