• আদৌ কি কোচ থাকবেন দ্রাবিড়' নাকি আসবেন নতুন কেউ' তিন প্রাক্তনীর নাম নিয়ে জল্পনা
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে তরী ডুবল ভারতের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আর হল না রোহিত শর্মার। ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড় নিজে কোনওদিন বিশ্বকাপ জিততে পারেননি। সিনিয়র দলের কোচ হিসেবে বিশ্বজয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু কাপ ও ঠোঁটের মধ্যে যে ব্যবধান, তা থেকেই গেল।  বিশ্বকাপের পরে দ্রাবিড়ের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নের জবাব সাংবাদিক বৈঠকে দিয়েছেন রাহুল দ্রাবিড়।  

    ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই ছিল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) চুক্তি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাহুল কি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেছেন' সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ”পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই কিছু ভাবনাচিন্তা করিনি। ভবিষ্যত কী সেটাও আমার জানা নেই এই মুহূর্তে।” দ্রাবিড়ের সঙ্গে কি চুক্তি নবীকরণ করা হবে' সেটা এখনও স্পষ্ট নয়। বিশ্বকাপ শেষ হয়েছে সবে। এর মধ্যেই তিন প্রাক্তনীর নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। সংবাদমাধ্যমে ভাসছে ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman), গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অ্যান্ডি ফ্লাওয়ারের (Andy Flower) নাম।  
  • Link to this news (প্রতিদিন)