খলিস্তানি সন্ত্রাস দমনে কড়া দিল্লি, 'জঙ্গি' পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের NIA-এর
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ করল দিল্লি। এবার 'জঙ্গি' গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করল NIA। ২০১৯ সালে পান্নুনের সংগঠন 'শিখ ফর জাস্টিস'কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২০২০ সালে তাঁকে 'জঙ্গি' তকমা দেওয়া হয়। এবার আরও একধাপ এগিয়ে পান্নুনের বিরুদ্ধে UAPA ধারায় মামলা করা হল।
NIA জানিয়েছে, কানাডা নিবাসী পান্নুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। UAPA (Unlawful Activities Prevention Act, 1967)-এর ১০, ১৩, ১৬, ১৭, ১৮, ১৮বি এবং ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়া হুমকি দিয়েছিলেন খলিস্তানি 'নেতা' পান্নুন। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল NIA।
Link to this news (প্রতিদিন)