• Narendra Modi Hugged Mohammed Shami : শিবন থেকে সামি, ব্যর্থ ক্ষতে মলম মোদীর টাইট হাগ
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • মেলালেন তিনি মেলালেন। জাদু কি ঝপ্পি দিয়ে মিলিয়ে দিলেন কে শিবন আর মহম্মদ শামিকে। দু'জনেই যেন চূড়ান্ত পরিশ্রমের পর ব্যর্থতার মুখ দেখা দুই পরাজিত নায়ক। ফের একবার ট্র্যাজিক নায়ককে বুকে টেনে আলিঙ্গন প্রধানমন্ত্রীর। ফের একবার হু হু করে ভাইরাল ছবি। নেটপাড়ায় আলোচনা। জোর রাজনৈতিক চর্চা আর আইকনিক এক মুহূর্তের সৃষ্টি।সে সময়টা ছিল ২০২০। মাসটা সেপ্টেম্বর। গোটা ভারতের চোখ ছিল মহাকাশে। চাঁদের বুকে নামার অপেক্ষায় ছিল চন্দ্রযান-২। কিন্তু, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার দ্বিতীয় মহাকাশ মিশনের সাফল্য অধরাই থেকে যায়। চাঁদের বুকে পা ফেলার ঠিক ২.১ কিলোমিটার আগে ভেঙে পড়ে চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার। সেইদিন ইসরোর হেডকোয়ার্টার সাক্ষী থাকে এক আবেগঘন মুহূর্তের। বেঙ্গালুরুতে তখন উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কান্নায় ভেঙে পড়লেন তৎকালীন চেয়ারম্যান কে শিবন। এতদিনের পরিশ্রম, আশা-ভরসা, সমস্তটা ধূলিস্যাৎ হয়ে যায় চন্দ্রযান ২-এর ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন।চন্দ্রযান-২ আছড়ে পড়ার পর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়। ইসরোর হেডকোয়ার্টারে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায় ইসরো প্রধান কে শিবকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে। এই ভিডিয়ো দেখে আবেগঘন হয়ে পড়েছিল গোটা দেশ।ঘটনার ঠিক পর কে শিবন বলেন, 'আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম সেদিন। মাননীয় প্রধানমন্ত্রী এসে আমায় জড়িয়ে ধরেন। উনি বুঝতে পেরেছিলেন আমার মনের মধ্যে তখন কী পরিস্থিতি চলছে। যোগ্য নেতার পরিচয় দিয়েছিলেন তিনি। ওই আলিঙ্গন আমার পাথেয়। অনেক কিছু শিখেছিলাম সেদিন তাঁর থেকে।'রবিবার ঠিক একই চিত্র দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমে। অজিদের কাছে বিশ্বকাপ ফাইনালের হারে ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন ধুলোয় মিশে যায়। মনমরা, বিষণ্ণ হয়ে যায় ভারতীয় ড্রেসিং রুম। গত দেড় মাসে এই ঘরটাই যেন ক্রিকেটারদের হাসি-ঠাট্টায় গমগম করত। সেখানে যেন রবিবার রাতে ছিল শ্মশানের নীরবতা। তারপর আচমকাই সেখানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বজয়ের সুযোগ ছিল রোহিত শর্মার ভারতের। টানা ১০ ম্যাচ অপরাজিত থেকেও সোনালি ট্রফির স্বপ্নপূরণ হয়নি ভারতের। ভারতের ড্রেসিংরুমে থমথমে পরিবেশে সেই যন্ত্রণাই ফুটে উঠছিল। রোহিত-বিরাটদের সান্ত্বনা দিতে এরপর পৌঁছে যান নরেন্দ্র মোদী।খেলা শেষে ড্রেসিংরুমে গিয়ে টিম ইন্ডিয়াকে নিজস্ব ঢঙে পেপ টক দেন প্রধানমন্ত্রী। ড্রেসিংরুমে প্রত্যেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। দেখা যায় আবেগঘন মহম্মদ সামিকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী। ধ্বাংসাত্মক বোলিং করার পরও টুর্নামেন্টে ব্যর্থ। এই মর্মে প্রধানমন্ত্রী পৌঁছন। ড্রেসিং রুমে এসেছিলেন।View this post on InstagramA post shared by
  • Link to this news (এই সময়)