'যেন স্বপ্ন সত্যি হল...' বাংলাদেশ গিয়ে কার সঙ্গে দেখা করলেন ইমন?
হিন্দুস্তান টাইমস | ২১ নভেম্বর ২০২৩
এবারের বাংলাদেশ সফরে গিয়ে দারুণ অভিজ্ঞতা হল গায়িকা ইমন চক্রবর্তীর। নিজেই সেই কথা এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন। পড়শি দেশে গিয়েছিলেন কাজে। সেখানে গিয়েই তাঁর সঙ্গে দেখা হয়েছে এপার এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। শুধুই কি তাই? দুজনে মিলে একসঙ্গে জমিয়ে গানও গেয়েছেন।
এবার বাংলাদেশ গিয়ে কাজের ফাঁকে সেই দেশের সফরটাও ভালো ভাবে উপভোগ করছেন ইমন। এদিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করে জানালেন সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে তাঁদের একসঙ্গে গান গাইতে দেখা গেল।
কালো শাড়ি পরে মাইক হাতে চঞ্চলের পাশে দাঁড়িয়ে হাওয়া ছবির সাদা সাদা কালা কালা গানটি গাইতে দেখা যায় তাঁকে। জিন্সের উপর পঞ্জাবি পরে ইমনকে যোগ্য সঙ্গত দেন চঞ্চল। দুজনকে হাসি মুখে গান গাইতে দেখা যায় কোনও অনুষ্ঠানে।
এই ভিডিয়ো পোস্ট করে ইমন তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বহুদিন পর বাংলাদেশ গিয়ে এত আনন্দ করলাম। আর এটা সম্ভব হল আমার বন্ধু স্বপ্নীলের জন্য। আমি আমাদের প্রজন্মের সেরা এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলাম। একই সঙ্গে অমর সব থেকে পছন্দের গানটি গাইলাম তাঁর সঙ্গে।'
এক ব্যক্তি লেখেন, 'বাংলাদেশ আপনার গান ভীষণ ভালোবাসে ইমন। আবার আসবেন।' আরেকজন লেখেন, 'দারুণ একটা মুহূর্ত। আপনি ভারতের গর্ব। আরও ভালো করুন ইমন।' 'আহা কী সুন্দর গাইলেন আপনারা!' মন্তব্য আরেকজনের। 'আমার দুই পছন্দের মানুষ একসঙ্গে' লেখেন আরেকজন।
চঞ্চল চৌধুরীকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবি একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল।