• ‘বৌদি’ ডাক না-পসন্দ, মুনাওয়ারকে সতর্ক করল মান্নারা, ‘তোমাকে দেখে প্রেম জাগে না’
    হিন্দুস্তান টাইমস | ২১ নভেম্বর ২০২৩
  • বিগ বস মানেই বিতর্ক! বিগ বস সিজন ১৭-র মঞ্চে অন্যতম চর্চিত প্রতিযোগী মান্নারা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার আরেক তুতো বোন তিনি। যদিও চেষ্টা করেও পরিণীতির মতো বলিপাড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এবার ঘুরপথে বি-টাউনে পা বাড়ানোর জন্য বিগ বসের চেয়ে দামী মঞ্চ আর কী বা হতে পারে। শুরু থেকেই স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির সঙ্গে মান্নারার বেশ ঘনিষ্ঠতা চোখে পড়েছে দর্শকদের। কিন্তু আচমকাই ভোল বদল নায়িকার।

    সম্প্রতি বিগ বসের এক এপিসোডে মুনাওয়ারের বন্ধুরা মান্নারাকে বৌদি (ভাবি) বলে সম্বোধন করে বসে। আর এই ‘ভাবি’ ডাকেই আপত্তি প্রিয়াঙ্কার ছোট বোনের। মুনাওয়ারকে স্পষ্টভাব অভিনেত্রী জানান, তাঁর প্রতি বিন্দুমাত্র আকর্ষণ অনুভব করেন না মান্নারা। পালটা মুনাওয়ার জানান, বন্ধুর বাইরে মান্নারাকেও অন্য কোনও চোখে দেখেননি তিনি।

    মান্নরা ঠিক কী বলেছেন?

    প্রিয়াঙ্কার বোনকে বলতে শোনা গেল, ‘তোমরা বন্ধুরা আমাকে ভাবি বলছে, সেটা আমি পছন্দ করছি না। বলতে পারো ঘৃণা করছি। দয়া করে ওদের বলে দাও এটা দ্বিতীয়বার না করত। অন্তত আমার সঙ্গে না করতে। চতুর্দিকে ক্যামেরা লাগানো রয়েছে, জানি না মানুষজন এসব দেখে কী ভাবছে। হয়ত বিগ বস তোমাকে আর আমাকে সেট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা আমার না-পসন্দ। আমরা শুধুই বন্ধু, এর বাইরে কিছু নয়’।

    মান্নার এই অভিযোগের পালটা জবাবে মুনাওয়ার বলেন, ‘আমি জানি আমরা বন্ধু, আমিও কোনওদিন অন্য চোখে তোমাকে দেখিনি। আশা করছি, আমার তরফ থেকে কখনও কোনওরকম ভুল সিগন্যাল তুমি পাওনি। যদি লোকজনের হাসি-ঠাট্টায় তোমার আপত্তি থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে ওদের বুঝিয়ে বলতে পারি এমনটা না করতে’।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)