• ‘শক্তিধর’ কাতারকে ধাক্কা দিতে মরিয়া ভারত, কখন ও কোথায় বিনামূল্যে ম্যাচ দেখবেন?
    হিন্দুস্তান টাইমস | ২১ নভেম্বর ২০২৩
  • বুধবার ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। এবার ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খাতায়কলমে কাতারই হল ভারতের সবথেকে কঠিন প্রতিপক্ষ। কারণ গ্রুপ ‘এ’-তে যে চারটি দল আছে, সেই দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ের নিরিখে শীর্ষে আছে কাতার (৬১)। তারপর আছে যথাক্রমে ভারত (১০২), কুয়েত (১৩৬) এবং আফগানিস্তান (১৫৪)। সেই পরিস্থিতিতে প্রথম ম্যাচে (অ্যাওয়ে) কুয়েতকে হারানোর পরে ঘরের মাঠে কাতারের থেকে নিদেনপক্ষে এক পয়েন্ট নিয়ে মরিয়া ভারত।

    বুধবার (২১ নভেম্বর) ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কাতারের বিরুদ্ধে নামতে চলেছে ভারত।

    বুধবার সন্ধ্যা ৭ টা থেকে কাতারের বিরুদ্ধে নামবে ভারত। অর্থাৎ ভুবনেশ্বরে কিক-অফ টাইম হল সন্ধ্যা ৭ টা।

    স্পোর্টস ১৮ ওয়ান (Sports18 1), স্পোর্টস ১৮ ওয়ান এইচডি (Sports 18 1HD) এবং স্পোর্টস ১৮ থ্রি (Sports18 3) চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ভারত বনাম কাতারের ম্যাচ। কুয়েতের বিরুদ্ধে যখন ভারত খেলেছিল, তখন সোনি স্পোর্টস নেটওয়ার্কে সেই ম্যাচ সম্প্রচারিত হয়েছিল। বুধবার স্পোর্টস ১৮ নেটওয়ার্কে ভারত বনাম কাতারের ম্যাচ সম্প্রচারিত হতে চলেছে।

    অনলাইনে জিয়ো সিনেমায় (Jio Cinema) ভারত বনাম কাতার ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। অর্থাৎ অনলাইনে বিনামূল্যে ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের যৌথ কোয়ালিফিকেশন পর্বের ভারত এবং কাতার ম্যাচ দেখা যাবে।

    আর কলকাতা লিগ, আইএসএল, এএফসি কাপের ম্যাচের মতো ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের যৌথ কোয়ালিফিকেশন পর্বের ম্যাচেরও লাইভ স্কোর, টাটকা আপডেট দেখতে পাবেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য়। অর্থাৎ ভারত বনাম কাতার ম্যাচে কী হচ্ছে, তা জানতে পারবেন এক ক্লিকেই - ক্লিক করুন এখানে

    ১) আফগানিস্তান বনাম ভারত: ২০২৪ সালের ২১ মার্চ।

    ২) ভারত বনাম আফগানিস্তান: ২০২৪ সালের ২৬ মার্চ।

    ৩) ভারত বনাম কুয়েত: ২০২৪ সালের ৬ জুন।

    ৪) কাতার বনাম ভারত: ২০২৪ সালের ১১ জুন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)