• আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মান পাবে OTT-র ছবিগুলিও, বিশেষ পুরস্কার মাধুরীকে
    হিন্দুস্তান টাইমস | ২১ নভেম্বর ২০২৩
  • সিনেমা এই বৈপরীত্যে ভরপুর জগতে আশা জোগায়, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪ বছরের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার গোয়ায় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। সেখানেই হাজির ছিলেন তিনি।

    এদিন এই অনুষ্ঠানে অনুরাগ ঠাকুর বলেন, 'আমি বিশ্বাস করি না সিনেমা তার ইতিহাসে ধারণ করেছে একাধিক জিনিস, ছেঁকে নিয়েছে ভালোটা, কল্পনা এবং উদ্ভাবনী আইডিয়ায় উৎসাহ দিয়েছে যাতে এটি বিশ্বে শান্তি বজায় রাখে। অগ্রগতি এবং সমৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে ওঠে।' তিনি আরও বলেন, 'কেবল বিনোদন নয় আমাদের ছবিগুলো, আমরা কীভাবে বাঁচি সেটার জন্য জরুরি এটা। এটা ভীষণ ভাবে আমাদের জীবনে অবদান রাখে। আমরা কী পরব, কেমন দেখতে লাগবে সবটার ক্ষেত্রেই সিনেমা আমাদের জীবনকে প্রভাবিত করে। কেবল ভারতীয় নয়, গোটা দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের জীবনের উপরেই সিনেমার বিশাল বড় প্রভাব আছে।'

    এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান ফরেন ফিল্ম প্রোডাকশনের ইনসেনটিভ ৩০ থেকে ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। লক্ষণীয় ভারতীয় কনটেন্টের ক্ষেত্রে আরও ৫ শতাংশ পার্সেন্ট পাওয়া যাবে। গত বছর কেন চলচ্চিত্র উৎসবে ফরেন ফিল্ম প্রোডাকশনের ক্ষেত্রে এই ইনসেনটিভ স্কিম চালু করা হয়েছে। তিনি এই স্কিমের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'ফিল্ম প্রোডাকশনকে উৎসাহিত করবে এই স্কিম এবং দৃষ্টান্তমূলক পরিবর্তন আনবে। একই সঙ্গে আর্টিস্টিক এক্সপ্রেসকে সাপোর্ট করবে যাতে আগামীতে আমরা সিনেমার জগতে নিজেদের জায়গাটা আরও স্পষ্ট ভাবে তুলে ধরতে পারি।'

    এবারের IFFI -তে একটি নতুন অ্যাওয়ার্ডের ক্যাটাগরি ঘোষণা করা হয়েছে। এটি হল সেরা ওয়েব সিরিজ ক্যাটাগরি। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন মাধুরী দীক্ষিত, প্রমুখ। মাধুরী দীক্ষিতকে এদিন বিশেষ সম্মান দেওয়া হয়। তিনি ভারতীয় সিনেমায় বিশেষ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড পান।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)