• সামাজিক প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা শুরু করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিভিন্ন সামাজিক প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা শুরু করে দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলার বিডিও, মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। তাঁদেরকে তিনি দ্রুত সমস্ত প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ব্লকে ব্লকে গিয়ে প্রকল্পগুলির গতি বাড়ানোর পাশাপাশি প্রত্যেকটি কাজের গতিপ্রকৃতি সরেজমিনে খতিয়ে দেখতে বলেছেন। জেলাশাসকের নির্দেশ পেয়েই সোমবার থেকে আধিকারিকরা পরিদর্শন শুরু করেছেন। 

    জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, অতিরিক্ত জেলাশাসকদের ব্লকে গিয়ে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে আজ ও আগামীকালের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। প্রত্যেকটি ব্লকের জন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। 

    উত্তর দিনাজপুর জেলায় ন’টি ব্লক। অতিরিক্ত জেলাশাসকদের এই ন’টি ব্লক ভাগ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) রবি আগরওয়ালকে ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর -১, ২ এবং করণদিঘি ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) তথা জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক অভিষেক চৌরাশিয়া হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লক, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হাসিন জেহেরা রিজভী ইসলামপুর ও চোপড়া ব্লক, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মানস কুমার মণ্ডল রায়গঞ্জ এবং ইটাহার ব্লক পরিদর্শন করবেন। 

    জেলা প্রশাসন আরও জানিয়েছে, ন’টি ব্লকের পাশাপাশি জেলার চারটি পুরসভাও পরিদর্শন করে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হবে। জেলায় দু’টি মহকুমা রায়গঞ্জ এবং ইসলামপুর। দুই মহকুমা শাসককে চারটি পুরসভা ভাগ করে দেওয়া হয়েছে। ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল শহিদ পরিদর্শন করবেন ইসলামপুর ও ডালখোলা পুরসভা। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পুরসভা পরিদর্শন করবেন। 

    একই সঙ্গে প্রত্যেকটি ব্লকের জন্য একজন আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করেছেন জেলাশাসক। রায়গঞ্জ ব্লকের নোডাল অফিসার রায়গঞ্জের মহকুমা শাসক। কালিয়াগঞ্জের জন্য জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, হেমতাবাদের জন্য প্রকল্প আধিকারিক এবং অনগ্রসর শ্রেণিকল্যাণ আধিকারিক, ইটাহারের জন্য একজন ডেপুটি মাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক, করণদিঘির জন্য জেলার  স্পেশ্যাল ল্যান্ড অ্যাকুইজিশন আধিকারিক, ইসলামপুর ব্লকের নোডাল অফিসার ইসলামপুরের মহকুমা শাসক, গোয়ালপোখর-১ ব্লকের জন্য জেলা পরিকল্পনা আধিকারিক এবং গোয়ালপোখর-২ ও চোপড়া ব্লকের জন্য দু’জন ডেপুটি মাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিককে নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। 

    ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠী গঠনের লক্ষ্যমাত্রা পূরণের নিরিখে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলা। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচেও রাজ্যের মধ্যে অনেকটা উপরের দিকে রয়েছে এই জেলা।
  • Link to this news (বর্তমান)