• বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • সংবাদদাতা, বোলপুর: পুলিসের জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ উঠল বিশ্বভারতীর প্রাক্তন বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দায়ের হয় শান্তিনিকেতন থানায়। হাইকোর্টের নির্দেশে সোমবার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। কিন্তু অধিকাংশ বিষয়ে তিনি সচেতনভাবে এড়িয়ে গিয়েছেন বলে তদন্তকারীদের অভিযোগ। এদিন জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হয়। মূলত বিদ্যুৎ চক্রবর্তী যাতে কোনও ভাবে এই জিজ্ঞাসাবাদ এড়াতে না পারে, তার জন্যই পুলিসের এই পদক্ষেপ। জেরার তিনি বলেছেন, তা  আদালতে পেশ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

    বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য ছিলেন। পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ফলে, গত পাঁচ বছরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। এমনকী, উপাসনা গৃহে লাগাতার কুমন্তব্য করে গিয়েছেন বলে অভিযোগ। এর জন্য গত পাঁচ বছরে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়। এর আগেও বহুবার জিজ্ঞাসাবাদ এড়িয়েছেন তিনি। ‌এছাড়াও সম্প্রতি তাঁর বিরুদ্ধে পুলিসের কাছে পাঁচটি অভিযোগ দায়ের হয়। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পত্তিতে ফলক বসানোয় অভিযোগ করেন সম্পাদক অনিল কোনার। মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্য করেন বলেও তাঁর বিরুদ্ধে একই থানায় অভিযোগ দায়ের হয়। এছাড়া বাঙালি কাঁকড়ার জাত ও দুর্গাপুজোর নিয়ে সংবেদনশীল মন্তব্য করেছিলেন। তার প্রেক্ষিতে অভিযোগ করেছিলেন অধ্যাপক সংগঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য। এর পাশাপাশি রাজ্য সরকারের রাস্তা আটকানোরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই পাঁচটি মামলার প্রেক্ষিতে পুলিস তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করে। মাঝে পুলিস তাঁকে জেরা করতে গেলে তাঁর মনের অবস্থা ভালো নয় বলে এড়িয়ে যান। পরে বিষয়টিতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। এক নির্দেশে বলা হয়, যেহেতু বিদ্যুৎবাবু অধ্যাপনার পেশায় যুক্ত, তাই তাঁকে গ্রেপ্তার করা যাবে না। পাশাপাশি তাঁকে এক ঘন্টার বেশিও জেরা করা যাবে না। জেরা করতে হবে তাঁর বাড়িতে গিয়ে। তার পরই পুলিস বিদ্যুৎবাবুকে জেরা করতে  উদ্যোগী হয়।

    অবসর নেওয়ার পরেও তিনি উপাচার্যের বাসভবন পূর্বিতায় জবরদখল করে রয়েছেন বলে অভিযোগ। হাইকোর্টের নির্দেশে এদিন পুলিস পূর্বিতায় হানা দেয়। শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পাঁচটি অভিযোগের ঘটনায় চারজন তদন্তকারী অফিসার রয়েছেন। সোমবার, তাঁকে তিনটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন মূলত, বাঙালি জাতিকে কাঁকড়ার জাত, দুর্গাপুজো নিয়ে কুমন্তব্য ও রাজ্য সরকারের রাস্তা আটকানোর বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, ‘দুর্গাপুজো’ ও ‘বাঙালি কাঁকড়ার জাত’ এ দুটি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তকারী পুলিস অফিসারদের অসহযোগিতা করেন বলে অভিযোগ। তিনি ‘এ বিষয়ে কিছুই জানিনা, কিছুই মনে করতে পারছি না, কবে বলেছি, মনে নেই’ প্রভৃতি বলে প্রশ্ন এড়িয়ে যান। এমনকী, জিজ্ঞাসাবাদের সময় ওসি যাতে না থাকেন, সেই চেষ্টাও করেন। বারবার আইনজীবীকে ফোন করে সময় নষ্ট করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়া রাজ্য সরকারের রাস্তা আটকানোর বিষয়টিকে মিথ্যা অভিযোগ বলে এড়িয়ে যান। আগামীকাল, বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
  • Link to this news (বর্তমান)