• বামনগোলায় বধূমৃত্যু: রাস্তা চেয়ে তৃণমূল বিধায়কের পা ধরলেন বৃদ্ধ
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: গণতন্ত্রে তাহলে এমনও হয়! পরিষেবা পেতে জনপ্রতিনিধির পা ধরতেও বাকি রাখছে না জনগণ। তাদের একটাই আশা,  যে মানুষটির উপর আস্থা রেখে ভোট দিয়ে আইনসভায় পাঠিয়েছেন তাঁরা, তিনি কিছু একটা করবেন। একটু দয়া দেখিয়ে যদি কাজটা করে দেন, তাহলে উপকার হবে কয়েকশো পরিবারের।

    সোমবার মালদহের বামনগোলার মালডাঙায় গ্রামের এক বৃদ্ধ মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির পা জড়িয়ে ধরেন। বিধায়কের পা ধরে ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, আমাদের রাস্তাটা আপনি করে দিন। না হলে আমরা সবাই একে একে মরে যাব!

    গত সপ্তাহে চিকিৎসা না পেয়ে ওই গ্রামে গৃহবধূর মৃত্যুর ঘটনা নিয়ে টানাপোড়েন অব্যাহত । খারাপ রাস্তার কারণেই  গ্রামে অ্যাম্বুলেন্স বা অন্য গাড়ি ঢোকেনি। ফলে কার্যত বিনা চিকিত্সাতেই বধূর মৃত্যু হয়েছে বলে দাবি বাসিন্দাদের। ফলে বধূকে শেষপর্যন্ত খাটিয়ায় শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। 

    সোমবার বিকেলে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। তখনই বিধায়ককে কাছে পেয়ে স্থানীয় এক বৃদ্ধ তাঁর পা ধরে পাকা রাস্তার জন্য আবেদন জানান। ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে যান বিধায়ক। তিনি  ওই ব্যক্তি সহ বাসিন্দাদের দ্রুত রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। পরে আব্দুর রহিম বলেন, মালডাঙা গ্রামে মৃতের পরিবারের সঙ্গে দেখা হয়েছে। তাদের সবরকম সহযোগিতা করা হবে। তাছাড়া রাস্তার সমস্যা দ্রুত মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

    বধূমৃত্যুর ঘটনায় রাজনীতির রং আগেই লেগেছে। ঘটনার পর তৃণমূল, বিজেপি ও সিপিএমের নেতারা একেঅপরের ঘাড়ে দায় চাপানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। রবিবার বিজেপি সাংসদ খগেন মুর্মু ওই গ্রামে গিয়ে রাস্তা না হওয়ার জন্য তৃণমূল সরকারকে বিঁধেছিলেন। বলেছিলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ওই রাস্তা করতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। যদিও রাস্তা না হওয়ার জন্য সাংসদকে ঘিরেও ক্ষোভ জানান সেখানকার বাসিন্দারা। শেষপর্যন্ত সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন খগেনবাবু।

    সোমবার মৃতের পরিবারকে আশ্বাস দেওয়ার পর স্থানীয় নেতাদের নিয়ে এলাকায় পথসভা করেন বিধায়ক। সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে মৃত্যু ঘিরে রাজনীতি করার অভিযোগ তোলেন। 

    নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)