• এসএসসি: যাবতীয় মামলা থেকে নিজেই সরে দাঁড়ালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলার শুনানির জন্য গঠিত হয়েছে পৃথক বেঞ্চ। তাই এই সংক্রান্ত যাবতীয় মামলা নিজের তালিকা থেকে বাদ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা এবার শুনবে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এর আগে সুপ্রিম কোর্টের ৯ নভেম্বরের নির্দেশ মেনে নয়া বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। 

    মূলত গ্রুপ ডি এবং স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতির নানা অভিযোগে উত্তাল হয় রাজ্য রাজনীতি। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একাধিক মামলাও হয় কলকাতা হাইকোর্টে। যার জেরে অনেকেরই চাকরি বাতিল হয়। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে চাকরি হারানো কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। তবে ওই মামলাগুলি সর্বোচ্চ আদালত ফের হাইকোর্টেই ফিরিয়ে দেয়। মোট ৩৫টি এসএলপি দায়ের হয়েছিল হাইকোর্টে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত শেষ করার জন্য দ্রুত সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। তাদের নির্দেশ অনুযায়ী, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি দু’মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। এবার নতুন বেঞ্চ গঠন হয়ে যাওয়ায় এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা নিজেই তালিকা থেকে বাদ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)