• কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোমবার রাতে কোলাঘাট থানার দেউলবাড় গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীর মাথায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। খুনের পরে সোনার অলঙ্কার ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে তিনটি বাইকে করে পালিয়ে যায় তারা। নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সমীর পড়িয়া (৩৭)। বাড়ি পাঁশকুড়া থানার উত্তর জিঞাদা গ্রামে। জিঞাদা বাজারে তাঁর সোনার দোকান রয়েছে। সোমবার রাত পৌনে ৯টা নাগাদ দোকান বন্ধ করে সোনার গয়না ও নগদ টাকা ব্যাগে ভরে বাইকে বাড়ি ফিরছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাট থানার দেউলবাড় গ্রামের কাছে তিনটি বাইক নিয়ে দুষ্কৃতীরা ওই স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে। তাঁর কাছ থেকে গয়না ও টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে স্বর্ণ ব্যবসায়ীর মাথায় গুলি করে। সোনার গয়না ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়। জাতীয় সড়কের ধারে ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ বেশ কিছুক্ষণ পড়ে থাকে। এলাকার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে।
  • Link to this news (বর্তমান)