• ধর্মতলায় বিজেপির সভার অনুমতি দিতে হবে পুলিসকেই: কলকাতা হাইকোর্ট
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে জনসভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। সেই মামলায় আগামী বুধবারের মধ্যে সভার অনুমতির ব্যাপারে পুলিসকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মামলার শুনানি পর্বে বিচারপতি রাজা শেখর মান্থা জানিয়েছেন, সভার অনুমতি দিতে হবে পুলিসকেই। তবে পুলিসের কোনও শর্ত থাকলে পরবর্তী শুনানিতে তা তারা আদালতে জানাতে পারবে। ধর্মতলায় সিইএসসির অফিস ভিক্টোরিয়া হাউসের সামনে অর্থাৎ তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থলে সভা করতে চেয়েছিল বিজেপি। সেখানে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। কিন্তু বিজেপির দাবি, দু’বার আবেদন জানানো হলেও অনুমতি মেলেনি। এমনকী আবেদন বাতিলের কারণও জানানো হয়নি। এদিন বিচারপতি পর্যবেক্ষণে আরও জানিয়েছেন, ‘স্বাধীন দেশে মানুষ যেখানে মন চায় যাবে, কোনও কারণ ছাড়াই পর পর দু’বার সভার আবেদন কেন বাতিল করা হয়েছে? কী শর্ত থাকবে তা পুলিস ঠিক করুক। কিন্তু অনুমতি পুলিসকেই দিতে হবে।’ 
  • Link to this news (বর্তমান)