• বিধানসভায় দলীয় বিধায়কদের প্রশ্ন নিয়ে এবার বিশেষ সতর্ক তৃণমূল
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের পক্ষে অস্বস্তিকর কোনও প্রশ্ন বিধানসভার অধিবেশনে করা যাবে না। দলীয় বিধায়ক কোন দপ্তরের কী ধরনের প্রশ্ন করছেন, তা যথাযথ হওয়া প্রয়োজন। বিধানসভায় ওই প্রশ্ন আসার আগে পরিষদীয় দলের নেতৃত্বকে জানানোর নির্দেশ আসতে চলেছে বলে খবর। এছাড়াও বিধানসভার অধিবেশনে বিধায়কের হাজিরার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে চলেছে তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি।

    আগামী ২৪ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তার আগে বুধবার বিধানসভায় ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক। তারপরে হবে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। এই অধিবেশনে একাধিক বিল আসতে চলেছে। মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল আসবে অধিবেশনে। এছাড়া আনা হবে জিএসটি সংক্রান্ত বিল। পাশাপাশি আরও কয়েকটি বিল অধিবেশন পর্বে আনার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। নির্দিষ্ট প্রস্তাবও আসতে পারে বিধানসভায় আলোচনার জন্য। সাম্প্রতিক একাধিক ঘটনার প্রেক্ষিতে এবারের অধিবেশন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

    ফলে এই অধিবেশন পর্বে বিধায়কদের আরও ‘সচেতন’ করার পাঠ দেবেন শীর্ষ নেতৃত্ব। ২২ অথবা ২৪ তারিখ বিধায়কদের নিয়ে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক হতে পারে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধায়কদের আচরণের উপর কড়া নির্দেশিকা দিতে পারেন শীর্ষ নেতৃত্ব। এর আগের অধিবেশনে শাসক দলের বিধায়কের প্রশ্ন ঘিরে রাজ্য সরকারকে অস্বস্তির মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না-হয়, তার জন্য আগেভাগেই সচেতন করতে চাইছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিধায়করা এলাকার বিষয়ে প্রশ্ন করবেন। আর গুরুত্বপূর্ণ কোনও প্রশ্ন থাকলে সেই সম্পর্কে বিধায়কদের পরিষদীয় মন্ত্রী কিংবা দলের বর্ষীয়ান নেতৃত্বের পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হবে। এছাড়া বিধানসভায় ‘আসি-সই করি-চলে যাই’—রাস্তা এবার ‘বন্ধ’ হতে চলেছে বলে খবর। মন্ত্রী ও বিধায়কদের দলীয় হাজিরা খাতায় সই করতেই হবে। কে, কখন আসছেন এবং চলে যাচ্ছেন, সব বিষয়ে নজর রাখতে চলেছে দল।
  • Link to this news (বর্তমান)