কাজের নিরিখে ভোট মিলবে না জেনেই ধর্ম হাতিয়ার, বিজেপিকে ঠেস প্রিয়াঙ্কার
বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
জয়পুর: যারা ধর্মের নামে ভোট চায়, তাদের কাজের নিরিখে ভোট চাওয়ার ক্ষমতা নেই। সোমবার আজমিরের সভা থেকে এভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি, বিভিন্ন দলের কাজের মূল্যায়নের ভিত্তিতেই মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান সোনিয়া-কন্যা। আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা ভোট। তার আগে কংগ্রেস-বিজেপির সভা-পাল্টা সভায় সরগরম মরুরাজ্যের রাজনীতি। সোমবার ভিড়ে ঠাসা সভায় প্রিয়াঙ্কা বলেন, রাজস্থানে সমস্ত কংগ্রেস নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে। কিন্তু সেখানে গোষ্ঠীকোন্দলে দীর্ণ বিজেপিকে কার্যত ছত্রভঙ্গ দেখাচ্ছে। রাজ্য নেতাদের সরিয়ে বিজেপি নতুন মুখের সন্ধানে নেমেছে। যার কারণে অন্তর্কলহ আরও বাড়ছে বলে দাবি তাঁর।
কেকরির সভা থেকে সাধারণ মানুষকে সতর্ক করে তিনি জানান, বিজেপির মাধ্যমে সবর্দা লাভবান হয়েছেন বড় শিল্পপতিরা। তারা কোনওদিনই গরিব-মধ্যবিত্তের কথা ভাবেনি। রাজস্থানও তার ব্যতিক্রম হবে না। যদি বিজেপি মরুরাজ্যের ক্ষমতায় আসে, তবে প্রথমেই তারা গেহলট সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি বন্ধ করে দেবে। বিধানসভা ভোটের বাকি আর মাত্র ৩টি দিন। তার আগেই মরুরাজ্যের অলিগলি চষে ফেলছেন ‘কংগ্রেসের মুখ’ প্রিয়াঙ্কা। তাতে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে গেহলট সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প। আর এই দুইয়ে ভর করেই মরুরাজ্যের ফের কুর্সি দখলের আশা করছে হাত শিবির।