• পরিবারতন্ত্র আর দুর্নীতিই কংগ্রেসের শেষ কথা: মোদি
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • জয়পুর: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই রাজস্থানে বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে বিজেপির ভরসা সেই মোদিই। সোমবার পালির নির্বাচনী সভায় গেহলট সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং পরিবারতন্ত্রের সেই ভাঙা রেকর্ডই আরও একবার বাজনোর চেষ্টা করলেন ‘বিজেপির মুখ’। প্রধানমন্ত্রী বলেন, রাজস্থানে কংগ্রেস তুষ্টির রাজনীতি ছাড়া আর কিছুই করেনি। ফলে গত পাঁচ বছরে সেরাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ এবং সন্ত্রাসবাদের মানসিকতা তৈরি হয়েছে। তাঁর কথায়, রাজস্থানে এমন সরকার প্রয়োজন, যা শুধু উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। প্রধানমন্ত্রীর অভিযোগ, পেট্রোপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য দায়ী গেহলট সরকার। বিজেপি শাসিত হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাতের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করছে রাজস্থান, অভিযোগ মোদির। এছাড়া কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে নারীবিদ্বেষী মানসিকতার অভিযোগও করেন প্রধানমন্ত্রী।

    এদিন নাম না করে কংগ্রেস সহ ‘ইন্ডিয়া’ জোটের বিরুদ্ধেও সুর চড়ান মোদি। জানান, কংগ্রেস আমলে দেশে বছরে ২ লক্ষ টাকা আয় হলেই কর দিতে হতো। কিন্তু এখন ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর লাগে না। শুধু দুর্নীতি অস্ত্রে কাজ হবে না বুঝে আস্তিন থেকে ধর্মীয় তাসও বের করেন মোদি। বলেন, রাজস্থানের পাশাপাশি বিরোধী শাসিত রাজ্যগুলিতে সনাতন ধর্মকে ধ্বংসের চেষ্টা হচ্ছে। এর ফলে মরুরাজ্যের কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস হবে। -পিটিআই
  • Link to this news (বর্তমান)