• ইম্ফলে ইউএফও! তাড়া রাফালের
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • নয়াদিল্লি: আবারও অজানা উড়ন্ত বস্তুর (ইউএফও) দেখা মিলল ভারতের আকাশে। এবার মণিপুরে। সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া করল ফ্রান্স থেকে কেনা দু’-দু’টি রাফাল যুদ্ধবিমান। কিন্তু অবাক কাণ্ড, তাড়া করতেই ভোজবাজির মতো বেমালুম গায়েব হয়ে গেল সেই রহস্যজনক বস্তুটি। তন্নতন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি। রবিবার দুপুর আড়াইটে নাগাদ ইম্ফল বিমানবন্দরের উপরে একটি ছোট্ট সাদা রঙের বস্তুকে উড়তে দেখা যায়। তার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দরজুড়ে। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় উড়ান পরিষেবা। খবর যায় ভারতীয় বায়ুসেনার কাছে। পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে  তাড়া করতে পাঠানো হয় জোড়া রাফাল জেট। কিন্তু তাড়া করাই সার। উড়ন্ত ওই অজানা বস্তুটি আদতে কী, তা নিয়েই ধন্দ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।  বিষয়টিকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না বায়ুসেনা। ঘটনার পরই বাহিনীর ইস্টার্ন কমান্ড সক্রিয় করেছে ‘এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম সিস্টেম’। 

    সেদিন প্রায় দেড় ঘণ্টা ধরে ইম্ফলের বীর টিকেন্দ্রজিত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ভেসে ছিল ওই সাদা রঙের বস্তুটি। সেটি চাক্ষুষ করামাত্র সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি বিমানের ওঠা-নামা বাতিল করে দেওয়া হয়। ঘণ্টাতিনেক স্তব্ধ ছিল উড়ান পরিষেবা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, খবর পাওয়ার পর নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটি থেকে একটি রাফাল জেট ইউএফও-র সন্ধানে পাড়ি দেয়। অত্যাধুনিক সেন্সর যুক্ত যুদ্ধবিমানটি সংশ্লিষ্ট এলাকার আকাশে তল্লাশি চালায়। অপেক্ষাকৃত কম উচ্চতায় ওড়ানো হয় সেটিকে। তাতেও কিছুই মেলেনি। যুদ্ধবিমানটি ঘাঁটিতে ফিরে আসার পর পাঠানো হয় আরও একটি রাফাল জেট। কিন্তু দ্বিতীয়বারের অনুসন্ধানেও কিছু ধরা পড়েনি। তাতেই ঘনীভূত হয়েছে রহস্য।

    ওই অজানা উড়ন্ত বস্তুটির পরিচয় নিয়ে ধন্দে প্রশাসন, এমনকী বায়ুসেনাও। বিমানবন্দরে কর্তব্যরত এক সিআইএসএফ আধিকারিক জানিয়েছেন, খালি চোখেই দেখা মিলেছে ওই ছোট্ট সাদা বস্তুটির। বিকেল চারটে পর্যন্ত সেটি বিমানবন্দরের উপরেই ঘুরপাক খাচ্ছিল। তারপর ক্রমশ পশ্চিম দিকে এগতে এগতে একসময় মিলিয়ে যায়। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-র এক আধিকারিকের দাবি, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকেও তার দেখা মিলেছে। বস্তুটি আকাশে মিলিয়ে যাওয়ারও প্রায় আধঘণ্টা পর বিমান চলাচল ফের শুরুর ছাড়পত্র দেয় বায়ুসেনা। ৫টা ৫৫ নাগাদ চালু হয় উড়ান পরিবেষা। 

    প্রতিরক্ষা বিভাগ সূত্রেও জানানো হয়েছে, ভিডিওতেও ওই ইউএফও-র অস্তিত্ব ধরা পড়েছে। তার ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থাগুলি বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে। ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের শিলং হেডকোয়ার্টার এক্স হ্যান্ডেলে জানায়,  ‘ইম্ফল বিমানবন্দর থেকে ভিডিও সংগ্রহ করা হয়েছে। তার ভিত্তিতে এখন সক্রিয় এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম। কিন্তু ওই বস্তুটিকে আর দেখা যায়নি।’
  • Link to this news (বর্তমান)