• বেড়াল পোষা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, শহরে আত্মঘাতী স্ত্রী
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে বেড়াল পোষা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি। আর তার জেরেই ফাঁকা বাড়িতে ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বছর একচল্লিশের গৃহবধূ শিল্পী সাহা। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকতলা থানার বিপ্লবী বারীন ঘোষ সরণিতে।  

    প্রতিবেশীরা জানিয়েছেন, শিল্পীদেবী বেড়াল ভালোবাসতেন। গত দেড় বছর ধরে তিনি বাড়িতে দু’টি বেড়াল পুষছিলেন। তিনি পোষ্য দু’টিকে খুব যত্নআত্তি করতেন। কিন্তু এই বেড়াল পোষা নিয়ে মাঝেমাঝেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হতো। শিল্পীদেবীর স্বামী মহাদেব সাহা এমনিতে স্বাস্থ্য সচেতন মানুষ বলে পরিচিত। ফলে বাড়িতে পোষ্য হিসাবে বেড়াল রাখা নিয়ে তাঁর প্রবল আপত্তি ছিল। 

    এই দম্পতির ষোলো বছরের ছেলে সুদীপ্ত সাহা বিড়ালঘটিত অসুখ ডিপথরিয়াতে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে তিনদিন ধরে চিকিৎসাধীন। এর জেরে রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। বিকালে শিল্পীদেবী আইডি হাসপাতালে যান চিকিৎসাধীন ছেলেকে দেখতে। রাত ন’টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। রাতে বাড়িতে তিনি একাই ছিলেন। কারণ, মহাদেববাবু রাতে ছেলেকে দেখভালের জন্য হাসপাতালেই থেকে যান।  

    সোমবার সকাল সোয়া সাতটা নাগাদ শিল্পীদেবীর দেওর বিশ্বজিৎ সাহা বাড়িতে ঢুকে দেখেন, বউদি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিস। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পোষ্য হিসেবে বাড়িতে বেড়াল রাখা নিয়ে স্বামীর সঙ্গে বচসার জেরেই গলায় শাড়ি জড়িয়ে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে, বিড়াল পোষাকে কেন্দ্র করে এমন একটি ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মানিকতলা থানার মুরারিপুকুর এলাকায়।
  • Link to this news (বর্তমান)