নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অসহ্য মাথার যন্ত্রণায় আক্রান্ত হয়েছিলেন রহড়ার তনুশোভা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে পরিবারের লোকজন রবিবার চার-চারটি সরকারি হাসপাতালে ঘুরে বেড়ালেন। কোথাও মিলল না ঠাঁই। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতে সোমবার সকালে খড়দহ বলরাম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, খড়দহের রহড়ার আজমতলার বাসিন্দা তনুশোভা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন। মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। পরিবারের লোকজন তাঁকে প্রথমে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। রোগীর অবস্থা দেখে জানানো হয়, ব্রেন স্ট্রোক হয়েছে। অন্যত্র নিয়ে যেতে হবে। রেফার করা হলে রোগীকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর স্ক্যান করা হয়। পরে জানানো হয়, ব্রেন স্ট্রোক নয়, নিউরো সমস্যা বা স্নায়ুরোগ। এরপর এনআরএস হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনও চিকিৎসা মেলেনি। তখন তাঁরা বাঙ্গুর হাসপাতালে রোগীকে নিয়ে যান। সেখানেও চিকিৎসা না করেই ফিরিয়ে দেওয়া হয় রোগীকে। বাধ্য হয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়।
পরিবারের লোকেরা বলেন, চারটি বড় বড় সরকারি হাসপাতাল ঘুরেও কোনও চিকিৎসা পেলাম না। পরে বিষয়টি জানাজানি হতে সোমবার খড়দহ হাসপাতালে রোগীকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে সুপার ডাঃ সঞ্জয় গুহ।