• কলকাতার আবাসনে বয়স্ক দম্পতির রহস্যমৃত্যু, স্ত্রীকে খুন করে আনন্দপুরে চার তলা থেকে ঝাঁপ বৃদ্ধের
    আনন্দবাজার | ২১ নভেম্বর ২০২৩
  • বৃদ্ধ দম্পতির মৃত্যু ঘিরে রহস্য ঘনাল কলকাতায়। আনন্দপুর এলাকার একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে দম্পতির দেহ। পুলিশের অনুমান, স্ত্রীকে খুনের পর ওই বৃদ্ধ আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দেন ৭৫ বছর বয়সি বৃদ্ধ অমূল্য সমাদ্দার। আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়েরা। পরে বৃদ্ধের ফ্ল্যাটে গিয়ে তাঁরা দেখেন, স্ত্রী গীতা সমাদ্দারের দেহ পড়ে রয়েছে। এর পরই পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। উদ্ধার করা হয় দেহ।

    বৃদ্ধের স্ত্রী গীতার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, ৬৩ বছর বয়সি গীতা গত ১০ বছর ধরে অসুস্থ। তিনি পক্ষাঘাতে আক্রান্ত। সম্প্রতি হার্টের সমস্যায় ভুগছেন অমূল্য। মঙ্গলবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। তদন্তকারীদের অনুমান, চিকিৎসার খরচ এবং অসুস্থতার কারণেই স্ত্রীকে খুন করে ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। ওই দম্পতি ফ্ল্যাটে একাই থাকতেন। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)