• বদ্ধ সুড়ঙ্গে প্রায় ১০দিন! কোন পথে মোকাবিলায় এখনও বেঁচে আটকে থাকা ৪১ শ্রমিক?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ নভেম্বর ২০২৩
  • গত ১২ নভেম্বর ভোরে উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমেছিল। তারপর অতিক্রান্ত প্রায় ১০ দিন। এখনও অক্ষত রয়েছেন আটকে পড়া ৪১ জন শ্রমিক। ইতিমধ্যেই সুড়ঙ্গের মধ্যে ৬ ইঞ্চি পাইপ ঢুকিয়ে খিচুড়ি, জল দেওয়া হয়েছে। কীভাবে শারীরিক ও মানসিকভাবে আটকে পড়া শ্রমিকরা এখনও সুস্থ আছেন? জানা গিয়েছে, ওই সুড়ঙ্গের ওই স্বল্প পরিসরেই হাঁটাহাটি করছেন শ্রমিকরা, প্রযুক্তির মাধ্যমে পরিবারের প্রিয়জনদের সঙ্গে কথা বলানো হচ্ছে তাঁদের।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)