• আল-শিফায় পণবন্দিদের রেখেছিল হামাস, প্রমাণ দিয়ে দাবি ইজরায়েলের
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • জেরুজালেম: হামাস সদস্যদের খোঁজে গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় অভিযান চালিয়েছে ইজরায়েলি বাহিনী।  এই হাসপাতালেই নিজেদের ঘাঁটি গড়ে তোলার পাশাপাশি পণবন্দিদের রাখা হয়েছিল বলে দাবি ইজরায়েলের।  হাসপাতালে অভিযান নিয়ে এই যুক্তিই খাড়া করেছে ইজরায়েল। এবার নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ দিল ইজরায়েলের সেনা। সম্প্রতি তারা প্রকাশ্যে এনেছে দু’টি ভিডিও। সেখানেই দেখা গিয়েছে, হামাস গোষ্ঠী হাসপাতালে বসে নাশকতার ছক কষছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের দাবি, এই ভিডিওগুলি গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার দিন আল-শিফার সিসিটিভি ফুটেজ। একটি ফুটেজে এক নেপালি ও এক থাই নাগরিককে নির্মমভাবে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে হামাস সদস্যদের। যদিও ওই দুই বন্দি এখন কোথায় রয়েছেন, সেই নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি ইজরায়েলের সেনা। যদিও ইজরায়েলের এই ভিডিওর সত্যতা নিয়েও নানা প্রশ্ন উঠছে। 

    উল্লেখ্য, হামাসকে ডেরা থেকে উচ্ছেদ করতে আল-শিফায় অভিযান চালাচ্ছে ইজরায়েল সেনা। গত শনিবারই হাসপাতাল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাসপাতালে ইজরায়েলি বাহিনীর এই তৎপরতা  নিয়ে দানা বেধেছে বিতর্ক।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও বলা হয়েছে, ‘মৃত্যু উপত্যকায়’ (ডেথ জোন) পরিণত হয়েছে হাসপাতালটি। এরইমধ্যে ওই ভিডিওগুলি প্রকাশ করল ইজরায়েল। সেইসঙ্গে হাসপাতাল চত্বরের মাটির ১০ মিটার নীচে ৫৫ মিটারের একটি সুড়ঙ্গের হদিশ মেলার দাবিও করেছে ইজরায়েল।
  • Link to this news (বর্তমান)