• প্রথমবার প্রকাশ্যে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের ভিডিও
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • দেরাদুণ: দুর্ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৮ দিন। দীর্ঘ সুড়ঙ্গের ধ্বংসস্তুপের ভিতর আটকে ৪১জন নির্মাণ শ্রমিক। তাঁদের উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে। এতদিন প্রশাসন মারফৎ আটকে পড়া শ্রমিকদের খবর পাওয়া যাচ্ছিল। এই প্রথম তাঁদের ভিডিও প্রকাশ্যে আনা হল। একটি ৬ ইঞ্চি পুরু বিকল্প পাইপের সাহায্যে গতকালই প্রথমবারের মতো গরম খাবার পৌঁছোনো হয়েছিল শ্রমিকদের। সেই পাইপের সাহায্যেই আজ একটি এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠিয়ে ভিতরে শ্রমিকদের ভিডিও তোলা হয়। সেখানে ভিডিও কলের মাধ্যমে পরিজনদের সঙ্গে কথাও বলেন শ্রমিকরা। তাঁরা নিরাপদে ও সুস্থ রয়েছেন বলেই দেখা গিয়েছে। সুড়ঙ্গের ভিতর পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ধরা পড়েছে ভিডিওটিতে। দেখা গিয়েছে শ্রমিকরা একে অপরের সঙ্গে কথা বলছেন। শ্রমিকদের অবস্থা জানা ছাড়াও এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতরের ভৌগলিক কাঠামো জানতেও এই ভিডিও ফুটেজ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। কারণ উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে মনে করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই শ্রমিকদের কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে বলে ধারণা উদ্ধারকারীদের।
  • Link to this news (বর্তমান)