• বিশাখাপত্তনম মৎস্যবন্দরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫ নৌকা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৩
  • বিশাখাপত্তনম: মাঝরাতে বিশাখাপত্তনমের মৎস্যবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল মৎস্যজীবীদের অন্তত ২৫টি নৌকা। ঘটনায় চার-পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্যজীবীদের। শেষ পর্যন্ত নৌবাহিনীর একটি জাহাজ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    পুলিস জানিয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বন্দরে তখন নোঙর করানো ছিল একাধিক নৌকা। প্রথমে একটি নৌকায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের নৌকাগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। নৌকাগুলিতে রাখা একের পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পাশাপাশি নৌকায় মজুত রাখা জ্বালানি তেলের ড্রামেও আগুন ধরে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ২৫টি নৌকা। খবর পেয়ে প্রথমে দমকলের ১৪টি ইঞ্জিন আগুন নেভাতে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নৌবাহিনীকে ডাকা হয়। নৌবাহিনীর একটি জাহাজ এসে ভোর সাড়ে চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। বিশাখাপত্তনমের পুলিস কমিশনার রবিশঙ্কর বলেন, আগুন ধরে যাওয়া নৌকাটিকে প্রথমে দূরে সরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু প্রবল হাওয়া ও জলের স্রোতের কারণে নৌকাটি ফের জেটিতে চলে আসে। সেখান থেকেই বাকি নৌকাগুলিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের অবশ্য সঠিক কারণ জানা যায়নি। দমকলের অনুমান, রাতে একটি নৌকায় পার্টি চলছিল। সেখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা হয়। সেই সময় কেউ আগুন ধরিয়ে দিতে পারে। ‘অন্তর্ঘাতে’র জন্য এক তরুণ ইউটিউবারকেও অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছে। মৎস্যজীবীদের মাছ ধরার ভিডিও করেন তিনি। সম্প্রতি আর্থিক লেনদেন নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর গোলমাল হয়েছিল। সেই রাগে মৎস্যজীবীদের নৌকায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান। ওই তরুণের খোঁজে তল্লাশি চলছে। 
  • Link to this news (বর্তমান)