বিশ্বকাপের পর অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ গিয়ে চাহালের বিস্ফোরণ!
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটা তাঁর সঙ্গে ঘটবে কল্পনাও করতে পারেননি যজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) পর এবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলেও জায়গা পেলেন না! আর তাই নিজের X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা লেগ স্পিনার। একটি হাসির ইমোজি দিয়ে টুইট করে দিয়েছেন।
সোমবার রাতের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সেই দলে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইকে সুযোগ দেওয়া হলেও, তাঁদের থেকে অনেক বেশি অভিজ্ঞ চাহালকে এড়িয়ে গিয়েছে অজিত আগরকারের জাতীয় মুখ্য নির্বাচক কমিটি। এর আগে সদ্য সমাপ্ত কাপযুদ্ধের দল থেকেও বাদ পড়েছিলেন চাহাল। তখনও দল থেকে বাদ গিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবারও তিনি সেই পথেই হাঁটলেন।