অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, নেতৃত্বে কে'
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ শেষ। অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েই বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। আর বিশ্বকাপ শেষ হওয়ার দিন চারেকের মধ্যে সেই অজিবাহিনীর বিরুদ্ধেই ফের যুদ্ধ টিম ইন্ডিয়ার। সোমবার যার ঘোষণা করল বিসিসিআই।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বল গড়াবে চলতি মাসের ২৩ তারিখ থেকে। প্রথম ম্যাচ বিশাখাপত্তনমে। সেই সিরিজে অবশ্য ভারতীয় দলের সিনিয়র তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় বোর্ড জানায়, দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহ অধিনায়কত্ব করবেন ঋতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স আইয়ার ভারতীয় দলে সহ-অধিনায়ক হিসেবে যোগ দেবেন শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য।
চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। এ খবর আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। সেই কারণেই নেতৃত্বের দায়িত্ব এসে পড়েছে সূর্যের কাঁধে। সদ্যসমাপ্ত বিশ্বকাপে একেবারেই ফ্লপ সূর্যকুমার। তবে টি-২০-তে তাঁর অতীত রেকর্ড মন্দ নয়। তাই এবার ব্যাটিংয়ের পাশাপাশি নেতা হিসেবেও নজর থাকবে তাঁর দিকে। তবে এই দলেও জায়গা হল না সঞ্জু স্যামসংয়ের।