• পাটের পর প্লাস্টিক, হাওড়ার গুদামে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৩
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ার (Howrah) গুদামে। সোমবার ফোরশোর রোডের জুটমিল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছিল। আর মঙ্গলবার দাউদাউ আগুন (Fire) ঘুসুড়ি এলাকার প্লাস্টিকের গুদামে। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও লড়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)