• Suvendu Adhikari : বিশ্ব বাংলা সেন্টার, ধনধান্য অডিটোরিয়াম নির্মাণেও কাটমানি? শুভেন্দুর অভিযোগ ঘিরে শোরগোল
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • BGBS 2023 নিয়ে আগেই টিপ্পনী ছুঁড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের একাধিক কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টার নির্মাণ নিয়ে বিস্ফোরক নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সাধারণ মানুষের প্রদানকারী করের অর্থে এই সেন্টারগুলি নির্মাণের যৌক্তিকতা কোথায়? প্রশ্ন তুললেন তিনি।বর্তমান রাজ্য সরকার ইতিমধ্যে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, আলিপুরে ধনধান্য অডিটোরিয়াম তৈরি করেছেন। এছাড়াও মিলন মেলা প্রাঙ্গণে প্রায় ১ লাখ স্কোয়ার ফুটের একটি এগজিভিশন সেন্টার নির্মাণ করেছে। এই সমস্ত নির্মাণগুলির পিছনেও কী রয়েছে সরকারের ঘনিষ্ঠ নির্মাণ সংস্থাদের 'পাইয়ে দেওয়ার' কৌশল, প্রশ্ন তোলেন শুভেন্দু।তিনি এক্স হ্যান্ডেলে একাধিক প্রশ্ন তোলেন সরকারের উদ্দেশে। শুভেন্দু বলেন, 'বলা বাহুল্য, করদাতাদের অর্থ দিয়ে নির্মিত এই সমস্ত বিল্ডিংগুলি সেভাবে ব্যবহার করা হয়নি। প্রতিটি ভবন/হল/কেন্দ্রের জন্য অনুমান বাজেট কী ছিল? শুভেন্দুর প্রশ্ন, এগুলো নির্মাণে প্রকৃত ব্যয় কত হয়েছে? ঠিকাদার কারা ছিল এবং কীভাবে তারা নির্বাচিত হয়েছিল অর্থাৎ কিসের ভিত্তিতে? নির্মাণের পর থেকে এই সুবিধাগুলি কী ব্যবহার করা হয়েছে এবং সরকার তাঁদের ভাড়া দিয়ে কত উপার্জন করেছে?এই সমস্ত নির্মাণগুলির হিসেব বলেও দাবি করেন শুভেন্দু। তাঁর কথায় 'আমি বলব যে এই বিল্ডিংগুলি আসলে প্রয়োজন বলে নয়, বরং সরকারের ঘনিষ্ঠ ঠিকাদাররা নির্দিষ্ট জায়গায় কাটমানি দিচ্ছে বলেই তৈরি করা হচ্ছে।' প্রসঙ্গত, এর আগে রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া শিল্প সম্মেলন নিয়েও কটাক্ষ করেন তিনি। শিল্প সম্মেলন আদতে একটি 'অশ্বডিম্ব' বলে অভিমত তাঁর। বিগত কয়েক বছর ধরে রাজ্যে শিল্প সম্মেলনের আয়োজন করা হলেও আদৌ কতোটা শিল্প বিনিয়োগ এসেছে সে নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।কিছু পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, 'বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে থেকে রাজ্যে বিনিয়োগ হয় না আর তা বিশ্বজনীন হওয়া থেকেও অনেক দূরে রয়েছে।' তাঁর কথায়, বাংলার মানুষকে কেবলমাত্র চমকদার মিথ্যা পরিবেশন করা হবে।' তাঁর প্রশ্ন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের যে ১৫ লক্ষ ৭ হাজার কোটি টাকা প্রস্তাবিত লগ্নির কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে তা আদৌ কতটা বাস্তবায়িত হয়েছে, মুখ্যমন্ত্রী কি তা বাংলার মানুষকে জানাবেন? প্রশ্ন তোলেন শুভেন্দু।
  • Link to this news (এই সময়)