• Lashkar E Taiba : ২৬/১১ হামলায় ভারতীয়দের নির্বিচারে হত্যা, লস্কর জঙ্গিকে নিষিদ্ধ ঘোষণা ইজরায়েলের
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • মধ্যপ্রাচ্যের সংঘর্ষে ভারতের পাশে থাকার পুরস্কার! মুম্বইয়ে 26/11 সন্ত্রাসী হামলায় জড়িত লস্কর-ই-তইবাকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করল ইজরায়েল। এ ব্যাপারে ইজরায়েলি সরকারের তরফে করা হয়েছে একটি পোস্ট। তেল আভিবের এই সিদ্ধান্ত, জঙ্গি সংগঠনটির কাছে বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে।লস্করকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের কথা মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে দিল্লির ইজারায়েলি দূতবাস। বার্তায় বলা বয়েছে, আগামী ২৬ নভেম্বর মুম্বইয়ের সন্ত্রাসী হামলার ১৫ বছর। তেল আভিব লস্করকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। সেই সঙ্গে সংগঠনটিকে নিষিদ্ধের তালিকাভুক্ত করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।ভারতের তরফে অনুরোধ না করা সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাক সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই নগরী। তাজ হোটেলের পাশাপাশি ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্টের মতো আটটি জায়গায় হামলা চালায় সন্ত্রাসবাদীরা।হামলায় পুলিশ আধিকারিক সহ মোট ১৬৪ জনের মৃত্যু হয়। জখম হয়েছিল ৩০০ জনের বেশি মানুষের। পরে জানা যায় যে পাকিস্তানের মদতপুষ্ট ১০ জনের একটি জঙ্গি দল সমুদ্র পার করে এসে বাণিজ্য নগরীতে এই হামলা চালিয়েছিল। হামলাকারীরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য ছিল বলে অভিযোগ।26/11 হামলার মূল চক্রী আজমল কাসভকে গ্রেফতারও করে মুম্বই পুলিশ। এরপর বিচারে তার ফাঁসির সাজা শোনায় আদালত। ২০১২ সালের ২১ নভেম্বর ফাঁসি হয় তার। এরপরেই জঙ্গি সংগঠন লস্করকে নিষিদ্ধ ঘোষণার জন্য আন্তর্জাতিক মঞ্চে দাবি করে ভারত। আমেরিকা সহ একাধিক দেশ ভারতের পাশে থাকলেও, দূরত্ব বজায় রেখেছিল ইজরায়েল।এবার ভারতের দাবিকে সমর্থন করে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করল নেতানিয়াহুর দেশ। সম্প্রতি লস্করকে এমন একটি সময় নিষিদ্ধ ঘোষণা করা হল, যখন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইজরায়েল। গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইসজারেয়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালায় হামাস গোষ্ঠী। সেই সঙ্গে তেল আভিবের ভূঃখণ্ডে ঢুকে পড়ে অবাদে হত্যালীলা চালায় তারা।বহু ইজরায়েলি অসামরিক ব্যক্তিকে পণবন্দি করে। এরপর গাজাকে হামাস মুক্ত করতে সামরিক হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। এখনও পর্যন্ত সামরিক অভিযানের জেরে ১৩ হাজারের বেশি প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। হামাসের এই হামলায় ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারই প্রতিদান হিসেবে লস্করকে তেল আভিব নিষিদ্ধ ঘোষণা করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (এই সময়)