• Rare Scotch Whisky : এক ফোঁটা গলায় পড়লেই চোখে সরষে ফুল! বিশ্বের সবচেয়ে দামি হুইস্কি বিকল কত কোটিতে?
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • এক বোতল হুইস্কির দাম ২২ কোটি টাকা। বিশ্বাস হচ্ছে না নিশ্চয়? না হলেও এটাই সত্যি। এক বোতল হুইস্কির এত দাম কেন? এ হুইস্কি কিন্তু মোটেও যে সে হুইস্কি নয়।নিলামে ম্যাকালানের ৯৭ বছরের ওই পুরনো সিঙ্গল মল্ট হুইস্কির দাম উঠেছে ২২ কোটি টাকা। সম্প্রতি দুষ্প্রাপ্য ম্য়াকালান হুইস্কি সবচেয়ে দামি বোতলের রেকর্ড গড়েছে। সম্প্রতি লন্ডনের সোথেবিস-এ একটি নিলামে তোলা হয় এই ম্যাকালাম হুইস্কি। সেই নিলামে ভ্য়ালেরিও অ্য়াডামি লেবেল সমন্বিত দুষ্প্রাপ্য ১৯২৬ সালের অর্থাৎ ৯৭ বছরের পুরনো ম্যাকালানের সিঙ্গল মল্ট হুইস্কির দাম আকাশ ছুঁয়েছে। ভেঙে গিয়েছে আগের সব রেকর্ড। সিঙ্গল মল্ট ওই হুইস্কির বোতলের সর্বোচ্চ দাম উঠেছে ২২ কোটি টাকা। বিশ্বজুড়ে তুঙ্গে এই ম্যাকালান ১৯২৬ সিঙ্গেল মল্ট হুইস্কির চাহিদা। ফাইন আর্টস কোম্পানির সোথবির নিলামে প্রত্যাশার থেকে দ্বিগুণ ছাপিয়ে রেকর্ড দামে বিক্রি হয়েছে একটি হুইস্কির বোতল।৯৭ বছর আগে এই হুইস্কি যখন তৈরি হয় তখন যে ভাবে তা বোতলবন্দি করা হয়েছিল তা তখনকার সময়ের প্রেক্ষিতে খুবই আধুনিক পদ্ধতি ছিল। হুইস্কির বোতলে বিপুল দামের পিছনে এটিও একটি কারণ। জানা গিয়েছে ম্যাকালান ডিসটিলারির এই স্কচ হুইস্কি ১৯২৬ সালে বোতলবন্দি করা হলেও এটি তৈরি হয়েছিল ১৯৮৬ সালে। দীর্ঘ ছয় দশক ধরে এজিং হওয়ার পর বোতলবন্দি করা হয়েছিল সেই হুইস্কি। অতীতেও ওই সংস্থার বেশ কয়েকটি স্কচ হুইস্কির দুর্লভ সংস্করণ নিলামে বিক্রি হয়েছে বিপুল টাকায়।এদিকে ব্য়াপক আগ্রহের কারণে বিক্রির এই বোতল থেকে কয়েক ফোঁটা হুইস্কি পানও করেন নিলামকারী প্রতিষ্ঠান হুইস্কি বিভাগের প্রধান জনি ফাউলি। ১৯৮৬ সালে হুইস্কিটির মাত্র ৪০ টি বোতল বাজারে আসে। এর আগে এটি প্রস্তুত হতে প্রায় ৬০ বছর সময় লেগেছিল। প্রস্তুতকৃত ৪০ টি বোতল প্রথমদিকে বিক্রির জন্য রাখা হয়নি। বরং ম্যাকালানের শীর্ষ ক্লায়েন্টদের জন্য সেগুলো পরিবেশন করা হতো। বছরের পর বছর ধরে এই হুইস্কির বোতল যখনই নিলামে তোলা হয়েছে তখনই অসাধারণ সব দাম পাওয়া গিয়েছে। ২০১৯ সালেও নিলামে একটি বোতল বিক্রি হয়েছিল মোটা দামে। বিশেষ ক্রেতাদের কাছে এই হুইস্কি বিক্রি করতে শুরু করেছিল ম্যাকালান প্রতিষ্ঠান। তা প্রায় এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। যবে থেকে নিলাম হতে শুরু করে তখন থেকেই একের পর এক রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে এক বোতল হুইস্কি বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকার সমান।
  • Link to this news (এই সময়)