• Death Threat To PM Narendra Modi : মোদী-যোগীকে প্রাণনাশের হুমকি! মধ্যরাতের উড়ো ফোনে চাঞ্চল্য
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি। একইসঙ্গে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। জানা গিয়েছে, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এই জোড়া হত্যার হুমকি দিয়েছে।সোমবার মধ্যরাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি অজ্ঞাত পরিচয় নম্বর থেকে ফোন আসে। উড়ো ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণ মারার হুমকি দেয় এক অপরিচিত ব্যক্তি।এখানেই শেষ নয়, ওই কলার মুম্বইয়ের জে জে হাসপাতাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে। সঙ্গে সঙ্গে কলারের খোঁজে তদন্তে নামে মুম্বই পুলিশ। মোবাইল নম্বর ট্র্যাক করে পাকড়াও করা হয় অজ্ঞাত পরিচয় কলারকে। মুম্বইয়ের সিওন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নাম কামরান খান। মুম্বইয়ের আজাদ ময়দান থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। ৫০৫ ধারায় দায়ের হওয়া মামলায় তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে।এর আগে বিশ্বকাপ ক্রিকেটের আসর চলাকালীনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির কাছে আসে একটি অজ্ঞাতপরিচয় মেইল। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী নামাঙ্কিত স্টেডিয়ামও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।অজ্ঞাতপরিচয় ওই মেইল প্রেরকের দাবি ছিল, অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে। সঙ্গে চাই ৫০০ কোটি টাকা। তা না হলে বিপদ আসন্ন। হত্যা করা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে তাঁর নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়াম। এই মেইল পাওয়ার পর থেকেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়।NIA-র তরফে মুম্বই পুলিশকে সতর্ক করা হয়। বিশ্বকাপ চলাকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত সিকিউরিটি এজেন্সিকেও তৎপর থাকতে বলা হয়। গুজরাট পুলিশকেও অ্যালার্ট থাকতে বলা হয়। বিশ্বকাপ ক্রিকেটে মুম্বইয়ে পাঁচটি খেলা হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই হুমকি মেইল আসার পর থেকেই বাড়তি সতর্ক হয় মুম্বই পুলিশ। নিরাপত্তা আরও জোরদার করা হয় দেশের সমস্ত স্টেডিয়ামগুলিতে।এদিকে, ফাইনালের দিন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল খালিস্তানি জঙ্গিনেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। তার বিরুদ্ধেও ইতিমধ্যেই NIA-এর তরফে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছে।
  • Link to this news (এই সময়)