• BGBS 2023: ‘আপনার দূরদর্শিতাতেই বাংলা আজ শিল্পের গন্তব্য’, সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরালেন শিল্পপতিরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ নভেম্বর ২০২৩
  • সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরালেন শিল্পপতিরা। একের পর এক তাবড় শিল্পপতি বক্তব্য রাখতে এসে জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতাতেই বাংলা আজ শিলক্ষেত্রে দেশের গন্তব্য হয়ে উঠেছে। পালটা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ডানকুনি-ঝাড়গ্রাম, সাউথ থেকে নর্থবেঙ্গল, দুর্গাপুর থেকে কুচবিহার- বিভিন্ন জায়গায় শিল্প গড়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কায়দায় সিলিকন ভ্যালি গড়ে উঠেছে এরাজ্যে। বানতলা চর্মনগরীতে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করেন। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চামড়া সরবরাহ হচ্ছে। খনি থেকে রেল ওয়াগন তৈরির কারখানা এরাজ্যে রয়েছে। পর্যটন ক্ষেত্রে বাংলা গন্তব্য। ইউনেস্কোও মর্যাদা দিয়েছে। দার্জিলিং, দিঘা, কলকাতায় হোটেল পর্যন্ত খালি পাওয়া যায় না।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)