• রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার ইঙ্গিত! ইস্তফা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন এজি সৌমেন্দ্রনাথ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ নভেম্বর ২০২৩
  • পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে সৌমেন্দ্রনাথ মুখার্জি গত ১০ নভেম্বর পদত্যাগ করেছেন। তিনি দুই বছর দুই মাস পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। মুখার্জি ২০২১ সালের সেপ্টেম্বরে কিশোর দত্তের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। সরকারি আধিকারিকদের একাংশের মতে, সৌমেন্দ্রনাথ মুখার্জির জমানায় সরকার আদালতে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে। যার জেরেই তাঁর প্রস্থান ত্বরান্বিত হল। এক ই-মেইল সাক্ষাৎকারে, মুখার্জি তাঁর পদত্যাগের কারণ এবং সরকারের শীর্ষ আইন উপদেষ্টা হিসেবে তাঁর কার্যকাল নিয়ে আলোচনা করেছেন। রাজ্য প্রশাসনের থেকে তিনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন কি না, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সদ্যপ্রাক্তন অ্যাডভোকেট জেনারেল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)