উত্তরকাশীর সুড়ঙ্গে আটকদের উদ্ধারকাজ: আপাতত কোন ৫ পরিকল্পনায় নজর?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ নভেম্বর ২০২৩
মঙ্গলবার দশম দিনেও উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারকাজ জারি আছে। শ্রমিকদের বদ্ধ সুড়ঙ্গ থেকে সরাতে বর্তমানে পাঁচ দফা পরিকল্পনা করা হয়েছে। সোমবার, এই উদ্ধার প্রচেষ্টায় প্রথম সাফল্য এসেছে। ইতিমধ্যেই একটি ছয় ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সফলভাবে সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।