কাপযুদ্ধের ইতিহাসে নয়া নজির, স্টেডিয়ামে দর্শক সংখ্যায় বিশ্বজয়ী ভারত
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতলেও অজিদের অন্য এক জায়গায় হারাল ভারত। বিশ্বকাপের ম্যাচে স্টেডিয়ামগুলিতে মোট দর্শক সংখ্যার নিরিখে অতীত সব রেকর্ড ভেঙে দিল ভারত। আইসিসি-র মতে এবারের কাপযুদ্ধ দেখতে দেশের সবকটি স্টেডিয়াম মিলিয়ে মোট ১২ লক্ষ দর্শক গ্যালারি ভরিয়েছেন।
আইসিসি বিজ্ঞপ্তি জারি করে লিখেছে, 'এবারের বিশ্বকাপ মাঠে বসে দেখেছেন ১২ লক্ষ ৫০ হাজার ৩০৭ জন ক্রিকেটপ্রেমী। বিশ্বকাপে যখন ৬টি ম্যাচ বাকি তখনই মাঠে উপস্থিত দর্শকের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরিয়ে যায়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যত সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন তাতে আইসিসি খুশি হলেও ফাইনালে বিশ্বরেকর্ড হয়নি বলেই জানা যাচ্ছে।