সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতে ৯ দিন ধরে উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। যে দেশ চাঁদ ছুঁয়ে ফেলেছে, সেই দেশের নাগরিকেরাই অসহায় মৃত্যুর মুখে! শেষ বেলায় আধুূনিক প্রযুক্তির জন্য বিদেশির মুখ চেয়ে 'মেক ইন ইন্ডিয়া'। এ হেন সমালোচনার মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) সুড়ঙ্গ দুর্ঘটনার মিডিয়া সম্প্রচারে রাশ টানল কেন্দ্র। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে এক বিবৃতিতে টিভি চ্যানেলগুলিকে বলা হয়েছে, অকারণে চাঞ্চল্য ছড়াবেন না। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কী ভোটমুখী'
মঙ্গলবারই প্রথমবার প্রকাশ্যে এসেছে সুড়ঙ্গের ভিতর আটকে থাকা শ্রমিকদের ভিডিও। তাঁরা কী করছে, কী ভাবে আছেন, দেখা গিয়েছে ওই ভিডিওতে। শ্রমিকদের মুখে ছিল অনিশ্চিয়তার ছাপ। এর পরেই মিডিয়া, বিশেষত টিভি চ্যানেলগুলিকে সতর্ক করল কেন্দ্র। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে বলা হয়েছে, টিভি চ্যানেলগুলিকে নিশ্চিত করতে হবে, তাদের ক্যামেরা, সাংবাদিকরা যেন কোনওভাবেই উদ্ধারকাজকে ব্যহত না করে। পাশাপাশি জানানো হয়েছে, শ্রমিকদের উদ্ধারে যথাসাধ্য করা হচ্ছে।