• বিদেশি তহবিল আইন ভাঙার অভিযোগ, ৯ হাজার কোটির জরিমানার মুখে বাইজুস!
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় অস্বস্তিতে বেঙ্গালুরুর সংস্থা বাইজুস। বিদেশি তহবিল আইন লঙ্ঘন করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের ৯ হাজার কোটি টাকা জরিমানা করেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানানো হয়েছে। যদিও সংস্থার তরফে এই ধরনের কোনও বিজ্ঞপ্তি পাওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

    ঠিক কী অভিযোগ বাইজুসের (Byju's) বিরুদ্ধে' ইডি (ED) সূত্রের দাবি, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল ওই সংস্থা। পাশাপাশি ওই একই সময়কালের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকা পাঠিয়েছেও। বিজ্ঞাপন ও প্রচার বাবদ ৯৪৪ কোটি টাকাও জমা করেছিল। এর মধ্যে বিদেশে পাঠানো অর্থও রয়েছে।

    বাইজুস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের তরফে এক্স হ্যান্ডলে দাবি করা হয়েছে, 'বাইজুস দ্ব্যর্থহীনভাবে মিডিয়া রিপোর্টগুলিকে অস্বীকার করছে, যেখানে বাইজুসকে তহবিল আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনও যোগাযোগ পায়নি সংস্থা।'

    প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষ থেকে বাইজুসের তরফে কোনও আর্থিক বিবৃতি দেওয়া হয়নি। অ্যাকাউন্টের অডিটও করা হয়নি। এই পরিস্থিতি নিয়ে দাবি উঠল ইডির নির্দেশ নিয়ে।
  • Link to this news (প্রতিদিন)