শান্তনু কর, জলপাইগুড়ি: মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু। ছেলের মৃত্যুসংবাদ মাকে জানাতে গিয়ে তাজ্জব প্রতিবেশীরা। ঘরের ভিতরেই পড়ে রয়েছেন মৃত যুবকের মা-ও। জলপাইগুড়ির ময়নাগুড়ির জোড়া মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য।
নিহত যুবক পরিমল বর্মন, জলপাইগুড়ির ময়নাগুড়ির দীর্ঘদিনের বাসিন্দা। হোমগার্ড পদে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, সোমবার মাছ ধরতে যাওয়ার কথা বলেন বাড়ি থেকে বেরন পরিমল। রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে ১৪ নম্বর ওয়ার্ডের একটি নয়ানজুলির পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিমলকে খুন করা হয়েছে।