CV Ananda Bose : বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ পাননি বোস? রাজ্যপালের দাবিতে নতুন বিতর্ক
এই সময় | ২১ নভেম্বর ২০২৩
BGBS 2023 আমন্ত্রণ পাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য ও রাজ্যপালের সংঘাতের অন্য মাত্রা পেল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে, বলে ধারণা রাজনৈতিক মহলে। যদিও, আমন্ত্রণ না পেয়েও রাজ্যপাল জানালেন, তিনি কারও সঙ্গে সংঘাতে যেতে চান না, রাজ্যের উন্নতি হোক, এমনটাই জানিয়েছেন তিনি।রাজ্যপাল হিসেবে রাজ্যে একবছর পূর্ণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য ও রাজ্যপালের সম্পর্কে একাধিক ওঠানামা লক্ষ্য করা যায় এই এক বছর ধরে। একদিকে, যেমন সরস্বতী পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বাংলা ভাষায় হাতেখড়ি হয় তাঁর। অন্যদিকে, একাধিক বিলে সই না করার ইস্যু থেকে শুরু করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থায়ী উপাচার্য নিয়োগ একাধিক বিষয়ে সংঘাত লক্ষ্য করা যায় দুই তরফে।তবে এর মধ্যে বিতর্কের নতুন মাত্রা পাওয়া গেল বিশ্ব বঙ্গ সম্মেলনে রাজ্যপালকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়ে। মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন। আদানি, অম্বানি থেকে শুরু করে একাধিক দেশের প্রতিনিধি দের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। বুধবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করছেন বোস। তিনি একটি সাক্ষাৎকারে বলেন ' মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনও সংঘাত নেই।' তাঁর কথায়, সংঘাত তখন হবে যখন দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অবস্থান করে। তিনি বলেন, 'আমি কারও বিরুদ্ধে যাব না বলে ঠিক করেছি। আমি শুধু সত্য ও সঠিক বিষয়ের পক্ষে যাব।' শিল্প সম্মেলন তিনি বলেন, 'আমাকে শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানাতেই হবে, তার কোনও মানে নেই। রাজ্যের উন্নয়ন হলেই রাজ্যপাল হিসেবে খুশি হওয়া উচিত।'রাজ্যে বিনিয়োগের আশায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই অনুষ্ঠানে রিলায়েন্স গ্রুপের কর্তা মুকেশ আম্বানি, আদানি গ্রুপের প্রতিনিধি দল-সহ প্রায় 35 জন শিল্পপতি উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সপ্তম বারের জন্য এই সম্মেলন আয়োজন করতে চলছে বর্তমান রাজ্য সরকার। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, ধন ধান্য অডিটোরিয়াম এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগ আসতে পারে বলে আশা প্রকাশ করেছে শিল্প দফতর।