• Bengal Global Summit 2023 : এক মঞ্চে একসঙ্গে গলা মেলালেন বাবুল-ইন্দ্রনীল, বাণিজ্য সম্মেলনে ঘুচল সব 'বিভেদ'!
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • মঙ্গলবার সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশ-বিদেশের নামজাদা শিল্পপতিরা এসেছে রাজ্যে। রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য সংগীত 'বাংলার মাটি, বাংলার জল' গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গানে গলা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেও। কিন্তু এদিনের বিজিবিএসের মঞ্চ এক বিরল দৃশ্যের সাক্ষী রইল। নেপথ্যে মমতা মন্ত্রিসভার দুই সদস্য ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়।'বাংলার মাটি, বাংলার জল' গানে দিয়ে এবারের বাণিজ্য সম্মেলনের সূচনা হয়। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে গান গাইতে দেখা যায় তথ্য ও প্রযুক্তি বাবুল সুপ্রিয় ও পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনে। রাজ্য মন্ত্রিসভার এই দুই সদস্যের 'শীতল' সম্পর্কের কথা কারও অজানা নয়। তাঁদের মধ্যে 'মুখ দেখাদেখি' নেই, এও জানেন অনেকে। সংগীত শিল্পী রূপঙ্কর বাগচী ও মনোময় ভট্টাচার্যের সঙ্গে পেশায় 'গায়ক' বাবুল ও ইন্দ্রনীলকে একসঙ্গে গান করতে দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। অধিকাংশই এর কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।বিজেপি ছেড়ে তৃণমূলে এসে বিধায়ক হওয়ার পর বাবুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন মমতা। ইন্দ্রনীলের হাত থেকে পর্যটন দফতরের স্বাধীন দায়িত্ব নিয়ে বাবুলের হাতে তা তুলে দেওয়া হয়। রাজ্য প্রশাসনের অন্দরের খবর, সংঘাতের সূত্রপাত এখান থেকেই। পরবর্তী সময় আইএসএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে বসানো হয় ইন্দ্রনীলকে। তখন থেকে ইন্দ্রনীল ও বাবুলের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে।অগাস্ট মাসের শেষ দিকে বিধানসভার অলিন্দে পর্যটন দফতর নিয়ে সাংবাদিকদের সামনেই বিবাদে জড়ান বাবুল-ইন্দ্রনীল। বাবুলকে বলতে শোনা যায়, 'তুমি দফতরের কাজে এই ভাবে বাধা দিতে পার না। কেন ফাইল আটকে রাখা হল?' ইন্দ্রনীলকে পালটা বলতে শোনা যায়, 'তুই যা বলার মুখ্যমন্ত্রী গিয়ে বল।' জবাবে বাবুল বলেন, 'নিশ্চয়ই বলব, আগেও বলেছি। প্রয়োজন হলে আবার বলব।'এই ঘটনার কয়েকদিন পরেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেন মুখ্যমন্ত্রী। বাবুলের থেকে নিয়ে ফের পর্যটন দফতরে ফিরিয়ে আনা হয় ইন্দ্রনীল সেনকে। বাবুলকে দেওয়া হয় অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু সংবাদমাধ্যমকে বাবুল জানান, তিনি কোনও বিবাদ চান না বলেই মুখ্যমন্ত্রীর কাছে পর্যটন দফতর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। তাঁর আবেদন রাখার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
  • Link to this news (এই সময়)