বন্ধুত্বের উদযাপন সিটি অফ জয়ে, রোয়িং বোটে মিলল কলকাতা-লন্ডন
এই সময় | ২১ নভেম্বর ২০২৩
কলকাতা রোয়িং ক্লাব। বয়স, ১৬৪ বছর। লন্ডন রোয়িং ক্লাব। বয়স, ১৬৬ বছর। পৃথিবীর দুই প্রান্তের অতি প্রাচীন দুই রোয়িং ক্লাবের 'বন্ধুত্বের' বয়স হলো ১০০ বছর। শতায়ু এই বন্ধুত্বের উদযাপন হলো সিটি অফ জয়ে। এর জন্য সোমবার ক্যালকাটা রোয়িং ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ক্যালকাটা রোয়িং ক্লাবের সদস্যরা ছাড়াও অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইউকের লন্ডন রোয়িং ক্লাব, সাদাম্পটন রোয়িং ক্লাব, মোলেসে রোয়িং ক্লাব, নিউ জিল্যান্ডের অকল্যান্ড রোয়িং ক্লাব এবং সাউথ আফ্রিকার লেক ভিক্টোরিয়া রোয়িং ক্লাবের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা এবং বিধায়ক দেবাশিস কুমার।জনপ্রিয়তায় ক্রিকেট বা ফুটবলের মতো না হলেও রোয়িং অনেকটা উচ্চাঙ্গ সঙ্গীতের মতোই - সীমিত কিন্তু গভীর ভাবে আগ্রহী ভক্তদের ভরসাতেই বছরের পর বছর ধরে কলকাতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ক্যালকাটা রোয়িং ক্লাবের বিশেষ উৎসবে যোগ দিতে এসে ক্লাবের সদস্য অভিনন্দন মিত্র বলছেন, 'নিয়মিত অন্তত ৬০ জন খুদে এখানে রোয়িং প্র্যাকটিস করে। নতুন প্রজন্ম রোয়িংয়ে আগ্রহী - এটা কম বড় পাওনা নয়।' ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী রাম বলেন, 'সম্প্রতি প্রায় দু'কোটি টাকা খরচ করে আমাদের ক্লাব ১৮টি রোয়িং বোট এবং দাঁড় কিনেছে। তিন রকম রোয়িং বোট কেনা হয়েছে - সিঙ্গল, ডবল এবং চার জন বসে রোয়িং করার মতো। আগ্রহীরা নামমাত্র অর্থের বিনিময়ে আমাদের ক্লাবে ভর্তি হয়ে রোয়িং শিখতে পারেন।'কলকাতা ও লন্ডন - দুই শহরের দুই রোয়িং ক্লাবের বহু পুরোনো বন্ধুত্বের শতবর্ষ-পূর্তির এই অনুষ্ঠানে যোগ দিতে এসে শশী পাঁজা ক্যালকাটা রোয়িং ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এমন একটা খেলাকে এত বছর ধরে চর্চায় রাখার জন্য।