• Imran Khan : ইমরানের জেলজীবনে ইতি? প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কারাবাস বেআইনি ঘোষণা হাইকোর্টের
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • জেলজীবনের অবসান হতে চলেছে ইমরান খানের? মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের স্পেশ্যাল বেঞ্চ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কারাবাসের সাজাকে বেআইনি বলে উল্লেখ করেছেন।রাষ্ট্রীয় তথ্য ফাঁস করার অভিযোগে ইমরান খান এই জেলের সাজা ভোগ করছেন। এদিন ইমরান খানের এই মামলায় জেলের মধ্যেই একটি স্পোশ্যাল কোর্টের সেশন বসে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জেলের মধ্যেই এজলাস বসে।ইমরানের খানের আইনজীবী নইম পাঞ্জুথা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, 'ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের কারাবাসের সাজাকে বেআইনি ঘোষণা করেছে।'এদিকে, সপ্তাহদুয়েক আগেই ইমরান খানকে ফাঁসিতে ঝোলানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল তাঁর অনুগামীরা। দেশের সরকারি সূত্রে খবর, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় অভিযুক্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ -এর চেয়ারম্যানের মৃত্যুদণ্ডের সাজার জন্য মামলা হতে পারে। ইমরান এবং তাঁর দলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট -এ মামলা চলছে। এই মামলায় দোষী প্রমাণিত হলে পাক আইন অনুযায়ী ফাঁসির সাজা হতে পারে ইমরান খানের। ইমরানের আইনজীবী উমায়ের নিয়াজি এমনটাই জানিয়েছেন। আর তাই এই মামলায় অভিযুক্ত হওয়ার আগামী জানুয়ারিতে পাক জাতীয় আইনসভার নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান এবং তাঁর তিন সহযোগী সেই নথি ফাঁস করেছিলেন। বিস্ফোরক দাবি করেছেন পঞ্জাব প্রদেশের এক আধিকারিক। তাঁর কথায় লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে দোষ প্রমাণিত হলে ইমরানের ফাঁসির সাজা হতে পারে।আবার অন্যদিকে, গত অগস্টে তোশাখানা মামলায় ইমরানের তিন বছরের জেলের সাজায় স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। তাঁর জামিনের আবেদনও মঞ্জুর করা হয়েছিল। কিন্তু OSA মামলায় অভিযুক্ত হওয়ায় পাকিস্তানের অটক জেল থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়নি।চলতি বছরের ৯ মে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন ইমরান। ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। কুর্সি হারাতেই তাঁর বিরুদ্ধে তোষাখানা দুর্নীতির অভিযোগ ওঠে। গত ৫ অগাস্ট সেই মামলায় জেলবন্দি অবস্থাতেই তাঁকে গ্রেফতার করা হয়। ওই মামলায় হাজতবাসের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।প্রসঙ্গত, ইমরান খানকে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের দিন বিশ্বজয়ী অধিনায়কদের তালিকাতেও রাখা হয়নি। জেলবন্দি হওয়ায় বিশ্বজয়ী পাক দলের কাপ্তানকে আমন্ত্রণ জানায়নি ICC।
  • Link to this news (এই সময়)