• Chandra Arya : হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা খালিস্তানিদের! উদ্বেগে কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ
    এই সময় | ২১ নভেম্বর ২০২৩
  • খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর খুনে চাপানউতোরের মধ্যে ফের কানাডায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। খালিস্তানি সংগঠনের পক্ষ থেকে হামলার পরিকল্পনার উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার পার্লামেন্টের এক এমপি। কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ট্রুডো সরকারের কাছে জানিয়েছেন আবেদন।জানা গেছে, কানাডার ভারতীয় বংশোদ্ভুত ওই এমপি-র নাম ঋষি শর্মা। হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। তাতে তিনি লিখেছেন যে গত সপ্তাহে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা সারে বিসিতে একটি গুরুদ্বারের বাইরে এক শিখ পরিবারকে হেনস্থা করেছিল। সূত্রের খবব, বর্তমান তারা সারের লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলার পরিকল্পনা নিয়েছে।বাক ও মত প্রকাশের স্বাধীনতার নামে এসব করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে কানাডা সরকার যাতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়, তার আবেদন জানা ঋষি। এখানেই থেমে থাকেননি ভারতীয় বংশোদ্ভুত ওই এমপি। তিনি আরও লেখেন যে গত কয়েক বছর ধরে একাধিকবার কানাডার হিন্দু মন্দিরগুলিতে হামলার ঘটনা ঘটেছে।কানাডায় বসবাসকারীর ভারতীয় বংশোদ্ভুত হিন্দুদের বিরুদ্ধেও সংগঠিত হয়েছে ঘৃণামূলক অপরাধ। এ ধরনের ঘটনা প্রকাশ্যে চলতে দেওয়া কখনই সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন তিনি। প্রসঙ্গত, গত জুলাই মাসে কানাডার একটি গুরুদ্বারের সামনে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর গুলিবিদ্ধ হয়ে খুন হয়। দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করলে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার।এই খুন নিয়ে ভারত-কানাডার কূটনৈতিক ক্ষেত্রে তৈরি হয়েছে শীতল সম্পর্ক। ঘটনায় ভারত জড়িত বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে ভারতের এক কূটনীতিককে করা হয় বহিষ্কার। অটোয়ার অভিযোগের নিন্দা করে সরব হয় দিল্লি।কানাডার মাটিতে ভারত বিরোধী কার্যকলাপের মদত দেওয়া হচ্ছে বলে পালটা অভিযোগ করা হয়। সেই সঙ্গে কানাডার এক কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি আরও ৪১ জনকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে মোদী সরকারে। কয়েকদিন আগে রাষ্ট্রসংঘের অধিবেশনে মত প্রকাশের স্বাধীনতার নামে কানাডায় ভারত বিরোধী কার্যকলাপের নিন্দা করে সরব হয়েছেন ভারতীয় প্রতিনিধি।এবার হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা প্রকাশ্যে আনলেন কানাডা পার্লামেন্টের এক এমপি। সেই সঙ্গে নতুন করে জল্পনা বাড়িয়ে দিল কূটনৈতিক সম্পর্কের অবনতির।
  • Link to this news (এই সময়)