Rahul Gandhi Panauti Remark : 'ছেলেরা ভালোই খেলছিল, অপয়া এসে হারিয়ে দিল!' নাম না করে মোদীকে খোঁচা রাহুলের
এই সময় | ২১ নভেম্বর ২০২৩
নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'অপয়া' তকমা রাহুল গান্ধীর। কংগ্রেস নেতার কথায়, 'এই অপয়ার জন্যই ভারত বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হেরে গেল।'সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত কংগ্রেস-BJP দুই পক্ষই। এদিন রাজস্থানে মোদী এবং রাহুলের ভিন্ন ভিন্ন জায়গায় প্রচার সভা ছিল। মঙ্গলবার রাজস্থানের জালোরে জনসভার মাঝে রাহুল গান্ধী টেনে আনেন বিশ্বকাপ ক্রিকেটে ভারতের পরাজয়ের প্রসঙ্গ। কংগ্রেস নেতা বলেন, 'ভালো খেলছিল আমাদের ছেলেরা। বিশ্বকাপ জিতে যেত ওরা। কিন্তু, অপয়া এসে হারিয়ে দিল।'কংগ্রেস সাংসদের এ হেন মন্তব্যে ফুঁসে উঠেছে BJP। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, 'রাহুল গান্ধী ভুলভাল শব্দ প্রয়োগ করেছেন। এটা কী ধরণের আচরণ?' রাহুলের থেকে অবিলম্বে ক্ষমা চাইবার দাবি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'মৃত্যুর সৌদাগর' বলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'আপনার মা গুজরাটের প্রচারসভায় প্রধানমন্ত্রীকে কটু কথা বলার পর কংগ্রেস আর কখনও সেখানে জিততে পারেনি। আপনারও শিক্ষা নেওয়া উচিত।'রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর কথায়, 'অত্যন্ত নিম্নমানের মন্তব্য।' তাঁর সংযোজন, 'খেলায় হার-জিত থাকতেই পারে। রাহুল গান্ধী নাগাড়ে প্রধানমন্ত্রী সম্পর্কে একাধিক কটু কথা বলে যাচ্ছেন। এভাবে আমরা দেশের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাব? কংগ্রেস কি এভাবেই দেশা খেলাধুলা এগিয়ে নিয়ে যেতে চায়?'নির্মলা সীতারামন কংগ্রেসকে স্মরণ করিয়ে বলেন, 'টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্প দেশে অভুতপূর্ব সাফল্য এনে দিয়েছে। এশিয়ান গেমস থেকে শুরু করে প্যারালিম্পকিস, সর্বত্র মোদী সরকারের উদ্যোগ তারিফযোগ্য। কংগ্রেস ভঙ্গিটাই খারাপ।'এদিকে, রাহুল গান্ধীর এই মন্তব্যের অংশ ভিডিয়ো আকারে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও দেদার শেয়ার করছেন তাঁর মন্তব্য। ভাইরাল এই অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পালটা কটাক্ষও ছুঁড়ে দিয়েছে BJP কর্মীরা।নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা চলছে। এ প্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, 'BJP পর্দার আড়ালে গেম প্ল্যান চালাচ্ছিল। ভারতীয় টিম জিতলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খোদ প্রধানমন্ত্রীকে হাজির থাকতেই হবে।' ছয় উইকেটে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ে ১৪০ কোটি মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায় টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে পৌঁছে যেতে। মনমরা রোহিত ব্রিগেডকে বুকে জড়িয়ে পেপ টক দেন তিনি। বুকে টেনে নেন মহম্মদ শামিকে।