Ram Mandir Priest Selection : কঠিন প্রশ্নপত্র, রাম মন্দিরের ২০ পুরোহিত পদে আবেদন ৩ হাজারের! কোন মাপকাঠিতে বাছাই?
এই সময় | ২১ নভেম্বর ২০২৩
রাম মন্দিরের উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় গোটা দেশ। নির্মাণকাজ প্রায় শেষের মুখে। এবার চলছে পুরোহিত নির্বাচন পর্ব। ইতিমধ্যেই তিন হাজারেরও বেশি মানুষ রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। যদিও পুরোহিতের পদ রয়েছে মাত্র ২০টি। আর সেখানেই বিড়ম্বনায় পড়েছে কর্তৃপক্ষ।চলছে শর্ট লিস্টিংশ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে সম্প্রতি পুরোহিত পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তাতেই হাজার হাজার মানুষ রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। জানা গিয়েছে, প্রায় ২০০ জনকে রাম মন্দিরের পুরোহিতের পদের জন্য শর্ট লিস্ট করা হয়েছে। মেধার উপর ভিত্তি করেই এই শর্ট লিস্টের প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে রাম মন্দির কর্তৃপক্ষ। এরপর অযোধ্যায় করসেবকপুরমে ইন্টারভিউতে এক এক করে ডাকা হবে শর্ট লিস্ট হওয়া প্রার্থীদের।বসছে ইন্টারভিউ প্যানেলইন্টারভিউয়ের জন্য তৈরি করা হয়েছে তিন জন সদস্যের একটি প্যানেল। এতে রয়েছেন বৃন্দাবনের হিন্দু ধর্মগুরু জয়কান্ত মিশ্র, মিথিলেশ নন্দিনী এবং সত্যনারায়ণ দাস নামে অযোধ্যার দুই মহন্ত।জানা গিয়েছে, রাম মন্দিরের পুরোহিত হিসেবে মোট ২০ জনকে বেছে নেওয়া হবে। রাম জন্মভূমি কমপ্লেক্সে পুরোহিতের নানা কাজের জন্য তাঁদের বেছে নেবে ইন্টারভিউ প্যানেল। তবে শর্ট লিস্ট হওয়া সমস্ত প্রার্থীই সুযোগ পাবেন ট্রেনিংয়ের জন্য। আগামী ছয় মাস অযোধ্যায় রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে চলবে এই পুরোহিতদের ট্রেনিং পর্ব।নির্বাচিত না হলেও শর্ট লিস্ট হওয়া সমস্ত পুরোহিত পদের প্রার্থীদের ট্রেনিং শেষে দেওয়া হবে একটি সার্টিফিকেট। ভবিষ্যতে ফের তাঁদের কোনও পদ ফাঁকা থাকলেও ডাকা হতে পারে বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি।কঠিন প্রশ্নপত্রজানা গিয়েছে, রাম মন্দিরের পুরোহিত নির্বাচনের প্রার্থী বাছাই পর্বে একাধিক কঠিন কঠিন প্রশ্ন করা হয়েছে। বিভিন্ন পুজোপার্বনের রীতিনীতির বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হয় প্রার্থীদের। যেমন ভগবান রামের সন্ধ্যা বন্ধনের পুজো পদ্ধতি, মন্ত্র, কর্মকাণ্ড।সূত্রের খবর, করসেবকপুরমে ছয় মাসের লম্বা ট্রেনিং পর্ব চলবে নির্বাচিত ২০ পুরোহিতের। বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠনের অফিসও রয়েছে এই এলাকায়।কত টাকা পাবেন রাম মন্দিরের নির্বাচিত পুরোহিত?বর্তমানে রাম মন্দিরের মুখ্য পুরোহিত পান ২০ হাজার টাকা বেতন। সহায়ক চার পুরোহিত পান ২০ হাজার টাকা। কোঠারি কিংবা ভাণ্ডারিরা পান ১৫ হাজার টাকা। ভৃত্যরাও পান ১৫ হাজার টাকা। রামলালার পুজোর জন্য পান সরবরাহকারী পান ২১০০ টাকা। মালিরাও পান ২১০০ টাকা।