Telangana Assembly Election : তেলঙ্গানায় কংগ্রেসকে সমর্থন DMK-র, ঘোষণা স্ট্যালিনের
এই সময় | ২১ নভেম্বর ২০২৩
তেলেঙ্গানা বিধানসভা ভোটগ্রহণের আগে বড় স্বস্তি কংগ্রেসের। নির্বাচনে শতাব্দী প্রাচীন দলকে সমর্থনের সিদ্ধান্ত নিল ডিএমকে। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে কংগ্রেসের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দলীয় কর্মীদের কাছে আবেদন জানানো হয়েছে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার।জারি করা লিখিত বিবৃতিতে বলা হয়েছে যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্যতম শরিক হচ্ছে ডিএমকে এবং কংগ্রেস। তামিলনাড়ুতে সরকারের শরিক শতাব্দী প্রাচীন দল। আগামী লোকসভা নির্বাচনে দুই দলই বিজেপি বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষিতে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনেও জোটের বার্তা দিতেই কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।সেই সঙ্গে সমস্ত কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের জয় সুনিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের প্রতি জানানো হয়েছে আবেদন। প্রসঙ্গত, বিভিন্ন সংবাদমাধ্যমের ভোট সমীক্ষায় কিছুটা হলেও এগিয়ে রাখা হয়েছে শাসক দল ভারত রাষ্ট্রীয় সমিতিকে। তবে, বিরোধী ভোট ভাগ না হলে কংগ্রেস শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দিতে পারে বলেও সমীক্ষায় দেওয়া হয়েছে ইঙ্গিত।এরপরেই কেসিআর-কে হারাতে চাঞ্চল্যকর পদক্ষেপ নেন ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি। বিরোধী ভোট ভাগ হওয়া রুখতে আগামী ৩০ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন দলের সুপ্রিমো ওয়াইএস শর্মিলা। সেই সঙ্গে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত কথা জানান তিনি।ভোট ময়দান থেকে সড়ে দাঁড়ানোর প্রসঙ্গে শর্মিলা জানিয়েছেন যে তাঁর একমাত্র লক্ষ্য হচ্ছে কেসিআর সরকারের পতন। সেই সঙ্গে অনুন্নয়নের পাশাপাশি দুর্নীতি নিয়েও কেসিআরকে বিঁধতে ছাড়েননি তিনি। তাঁর মতে, বিআরএসকে হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আর এক্ষেত্রে বিরোধী ভোট কেটে তিনি কংগ্রেসে যাত্রাভঙ্গ করতে চান না।ভোটে দাঁড়ালে, তেলেঙ্গানার শাসক দলেরই সুবিধা হত বলে মনে করছেন তিনি। তার জন্যই প্রতিদ্বন্দ্বিতা না করা সিদ্ধান্ত বলে জানান। ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির পর এবার একই পথে হাঁটল ডিএমকে। উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এক দফায় ভোটগ্রহণ করা হবে। ১১৯ আসন বিশিষ্ট বিধানসভায় প্রতিটি কেন্দ্রে রাজ্যের শাসক দলের পাশাপাশি প্রার্থী দিয়েছে কংগ্রেস ও বিজেপি।ফলে এবারের প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। মূলত, বিআরএস এবং কংগ্রেসের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে বলে মনে করেছেন তেলাঙ্গানার রাজনৈতির বিশেষজ্ঞরা। ভোটগণনা ৩ ডিসেম্বর। সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে কী না, এখন সেটাই দেখার।